নয়াদিল্লি: পাঁচ মাসের অসহনীয় যন্ত্রণার পর অবশেষে ভালে খবর পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যতটা ভাবা হয়েছিল তার থেকে অনেক বেশি দ্রুত সুস্থ হচ্ছেন তিনি। বোর্ডের মেডিক্যাল টিম ঋষভের দ্রুত আরোগ্য দেখে খুশি। যে কারণে তাঁর ডান পায়ের হাঁটুতে দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। পথ দুর্ঘটনার পর জানুয়ারি মাসে ঋষভের দুই হাঁটুতে মেজর সার্জারি হয়। তারপর থেকে বোর্ডের মেডিক্য়াল টিম এবং চিকিৎসকদের তত্ত্ববধানে রয়েছেন পন্থ। অস্ত্রোপচারের পর গত চারমাস ধরে ঋষভের শারীরিক পরিস্থিতির উন্নতি দেখে খুশি চিকিৎসকরা। তাঁর ডান পায়ে আরও একটি সার্জারি হওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যেই। এখন আর দ্বিতীয় সার্জারির (Surgery) প্রয়োজন পড়বে না। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
গত জানুয়ারি মাসে পন্থের হাঁটুতে মেডিক্যাল কোলাটেরাল লিগামেন্টের মেজর সার্জারি হয়। এর পাশাপাশি এসিএলের ছোটখাটো সার্জারিও করা হয়। চিকিৎসকরা চাইছিলেন অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই তিনি সুস্থ হয়ে যান। পস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে সামান্য চিন্তার কারণ ছিল। আরও একটি অস্ত্রোপচার হতে পারে বলে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। গত চারমাস ধরে বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা পন্থ এখন আগের থেকে অনেকটাই সুস্থ। ক্রাচ ছাড়াই হাঁটছেন। তাই চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন আর নেই।
ভালো খবর এটাই যে, তিনি দ্রুত সুস্থতার পথে এগোচ্ছেন। বোর্ডের সূত্র জানিয়েছে, যতটা ভাবা হয়েছিল তার থেকে অনেক আগেই সুস্থ হয়ে উঠবেন ঋষভ পন্থ। দিল্লিতে নিজের বাড়িতে কয়েকটা দিন কাটানোর পর ঋষভ এখন বেঙ্গালুরুর জাতীয় ন্যাশনাল অ্যাকাডেমিতে রয়েছেন। ক্রাচ ছাড়াই স্বচ্ছন্দে হাঁটতে পারেন। রিহ্যাবে তাঁর স্ট্রেন্থনিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে।