Rishi Sunak : বিশ্বজয়ীদের সঙ্গে ক্রিকেটে মজে ব্রিটিশ প্রধানমন্ত্রী, স্যাম কারানের বোলিংয়ে অবাক!
T20 World Champion England: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ক্রিকেট প্রেম অজানা নয়। ব্য়াটিংয়ের সুযোগ হাতছাড়া করলেন না।
লন্ডন : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। জস বাটলারের নেতৃত্বে সেরার খেতাব জিতেছে তারা। বিশ্বজয়ী ইংল্য়ান্ড টিমের সদস্য়দের সঙ্গে ক্রিকেটে মেতে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন জস বাটলার, স্য়াম কারান, ক্রিস জর্ডনরা। এক যুগ পর ফের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্য়াম্পিয়ন হন জস বাটলাররা। এর আগে ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি সেরার খেতাব জিতেছিল ইংল্য়ান্ড। এ বার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে বেন স্টোকস অপরাজিত অর্ধশতরান করেন। তেমনই বল হাতে অনবদ্য় পারফরম্য়ান্স বাঁ হাতি মিডিয়াম পেসার স্য়াম কারানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ইংল্য়ান্ডের এই তরুণ পেসার। তিনি আইপিএলে খেলতে পারবেন কিনা ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে বোলিংয়ে চমকে দিলেন স্য়াম কারান। বিস্তারিত TV9Bangla-য়।
বিশ্বকাপজয়ী ইংল্য়ান্ড ক্রিকেট টিমের সদস্য়রা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ক্রিকেট প্রেম অজানা নয়। ব্য়াটিংয়ের সুযোগ হাতছাড়া করলেন না। ইংল্য়ান্ডের বিশ্বজয়ী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য় স্য়াম কারান ও ক্রিস জর্ডনের বিরুদ্ধে। স্য়াম কারানের ডেলিভারি তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। ইংল্য়ান্ড দলের গত সফর অবশ্য় ভালো যায়নি। বাংলাদেশের মাটিতে ০-৩ ব্য়বধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বিশ্ব চ্য়াম্পিয়নরা। তবে ইংল্য়ান্ডের আপাতত লক্ষ্য অ্যাসেজ সিরিজ। টেস্ট অধিনায়ক বেন স্টোকসের চোট রয়েছে। সামনে আইপিএল। সেখানে খেললেও একশো শতাংশ দিতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।
Prime Minister @RishiSunak playing cricket with the #T20 World Cup winning cricket team at 10 Downing Street. pic.twitter.com/Bqh57dVZce
— Luca Boffa (@luca_boffa) March 22, 2023
অ্যাসেজ সিরিজের আগে ইংল্য়ান্ড শিবিরে স্বস্তি জোফ্রা আর্চার। অস্ত্রোপচারের পর এখন তিনি ফিট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যাবে জোফ্রা আর্চারকে। ২০২১ সালের জুলাই থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচে খেলেননি জোফ্রা। চোট এতটাই গুরুতর ছিল, অস্ত্রোপচার করাতে হয়। বাংলাদেশ সফরে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টে নজর ছিল আর্চারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলামে তাঁকে ৮ কোটি টাকায় নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পুরো আইপিএলেই আর্চারকে পাওয়া যাবে এমনটাই খবর।