Indian Cricket Team: যুবরাজ সিংয়ের ১২ নম্বর জার্সি পাচ্ছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার
India tour of Zimbabwe: জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের পর এই সিরিজ হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাট, রোহিত, জাডেজারা। হার্দিক, বুমরার মতো সিনিয়ররা বিশ্রামে। শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটার যাচ্ছেন জিম্বাবোয়ে সফরে।
ভারতীয় ক্রিকেটের আবেগ ১২ নম্বর জার্সি। কিংবদন্তি যুবরাজ সিং এই জার্সিতে খেলেছেন। ভারতীয় ক্রিকেটের আইকন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর ফিল্ডিং যে কোনও প্রতিপক্ষকেই চাপে রাখত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া হোক কিংবা মহেন্দ্র সিং ধোনির দু-টি বিশ্বজয়ী দল। যুবরাজ সিংয়ের অবদান অনস্বীকার্য। সাদা বলের ক্রিকেটে তাঁর মতো অলরাউন্ডার বিশ্ব ক্রিকেট খুব কমই পেয়েছে। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন। ভারতের বিশ্বজয়ী দলের সদস্য যুবির আইকনিক জার্সি পাচ্ছেন সদ্য সিনিয়র দলে ডাক পাওয়া এক তরুণ ক্রিকেটার।
জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের পর এই সিরিজ হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাট, রোহিত, জাডেজারা। হার্দিক, বুমরার মতো সিনিয়ররা বিশ্রামে। শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটার যাচ্ছেন জিম্বাবোয়ে সফরে। রয়েছেন আইপিএলে ঝড় তোলা যুবির ফ্যান অভিষেক শর্মাও। তবে যুবরাজ সিংয়ের আইকনিক ১২ নম্বর জার্সি পাচ্ছেন এ বারই প্রথম সিনিয়র দলে ডাক পাওয়া রিয়ান পরাগ।
You made it, Riyan!!! 🇮🇳💗 pic.twitter.com/zyUtBjb1Zr
— Rajasthan Royals (@rajasthanroyals) July 1, 2024
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে খেলেন রিয়ান। গত আইপিএলেও দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশ্বকাপের স্কোয়াডে ডাক না পাওয়ায় অভিমান হয়েছিল রিয়ানের। বলেছিলেন, বিশ্বকাপে ম্যাচ দেখবেন না। জিম্বাবোয়ে সফরে শুভমনের নেতৃত্বে খেলবেন রিয়ান। রাজস্থান রয়্যালসের তরফে তাঁর নতুন জার্সি শেয়ার করা হয়েছিল। কিংবদন্তি যুবির ১২ নম্বর জার্সি এ বার রিয়ানের গায়ে।
ভারতের স্কোয়াড: শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, শিবম দুবে