কলকাতা : ঘরোয়া ক্রিকেটেও রিয়ান পরাগ (Rian Parag) কোনও বড় নাম নয়। আন্তর্জাতিক ক্রিকেটের দৌড়েও তাঁর নাম শোনা যায় না। এর পরেও সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রোল হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছে রিয়ান পরাগের নাম। ২১ বছরের রিয়ান আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। তিনি ২০১৯ সাল থেকে দলের একটি অংশ। ২০২৩ দেওধর ট্রফিতে (Deodhar Trophy 2023) দারুণ পারফরম্যান্সে ট্রোলদের মুখের মতো জবাব দিয়েছেন। শুধু পারফরম্যান্স নয়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি। কেরিয়ারের স্ট্রাগল, সোশ্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন রিয়ান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
তিনি কেন নেটিজেনদের দুচক্ষের বিষ? এর উত্তর জানা নেই রিয়ানের। তিনি বলেছেন, আমি জানি না এর কারণ কী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অসমের এই অলরাউন্ডার বলেন, “লোকের আমার চুইংগাম চিবনো নিয়ে সমস্যা রয়েছে। আমার জামার কলার উঁচু থাকলে তা নিয়েও সমস্যা রয়েছে। আমি যদি ক্যাচ নেওয়ার পর সেলিব্রেট করি, তাহলেও সমস্যা হয়। আমার খেলার পদ্ধতি এবং অবসর সময়ে গলফ খেলা নিয়েও তাদের সমস্যা আছে।” রাজস্থান রয়্যালসের ক্রিকেটার আরও বলেছেন, ‘আমি জানি কেন মানুষ আমাকে ঘৃণা করেন। কীভাবে ক্রিকেট খেলতে হবে তার নিয়মের উপর একটা বই আছে। টি-শার্ট ভিতরে রাখতে হবে, কলার নীচে রাখতে হবে, সবাইকে সম্মান করতে হবে, কাউকে স্লেজ করা উচিত নয়। আর আমি হলাম ঠিক এর বিপরীত।”
রিয়ানের অনুমান, তিনি যে এত উঁচু স্তরে খেলছেন তা সাধারণ মানুষ হজম করতে পারছে না। তাঁর কথায়, “আমি ক্রিকেট খেলা শুরু করেছি কারণ এটা উপভোগ করি। আমি এখনও উপভোগ করার জন্যই ক্রিকেট খেলছি। এই যে এত বড় লেভেলে ক্রিকেট খেলছি এবং উপভোগ করছি, এটাই মানুষ হজম করতে পারছেন না।” সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে অতিরিক্ত চিন্তা করায় মাকে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দূরে থাকার অনুরোধ করেছেন রিয়ান।
তিনি আরও বলেন, “সম্প্রতি দেওধর ট্রফিতে আমার পারফরম্যান্স দেখে লোকে প্রশংসা করছে। কাল ব্যর্থ হলে এরাই ঝাঁপিয়ে পড়বে। এই ফেসলেস ট্রোলদের নিয়ে ভাবার কোনও কারণ নেই। কেউ এসে বলবে না আমাকে নিয়ে তাদের সমস্যাটা কোথায়।”