CWC 2023, Netherlands: ভারতে আসছেন ‘বিক্রম’, দুই অভিজ্ঞ প্লেয়ারকে বিশ্বকাপে সুযোগ ডাচদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 07, 2023 | 8:12 PM

Cricket World Cup 2023: মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলই দুটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া এবং ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচ রয়েছে ডাচদের। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে।

CWC 2023, Netherlands: ভারতে আসছেন বিক্রম, দুই অভিজ্ঞ প্লেয়ারকে বিশ্বকাপে সুযোগ ডাচদের
Image Credit source: ICC

Follow Us

নয়াদিল্লি: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্টে ১০টি দেশ অংশ নেবে। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। দল ঘোষণা করল নেদারল্যান্ডস। এর আগে ২০১১ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপেও খেলেছিল নেদারল্যান্ডস। এরপর এ বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য পারফর্ম করেছে নেদারল্যান্ডস। ভারতের মাটিতে বিশ্বকাপে তাদের ভরসা ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার। সঙ্গে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্বকাপের স্কোয়াডে যোগ করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের জন্য স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে ফেরানো হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার রোলেফ ভ্যান ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যানকে। যোগ্যতা অর্জন পর্বে ছিলেন না এই দুই অভিজ্ঞ অলরাউন্ডার। যোগ্যতা অর্জন পর্বে ১০ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। রানার্স হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। আন্তর্জাতিক স্তরে প্রচুর অভিজ্ঞতা রয়েছে রোলেফ এবং অ্যাকারম্যানের। নিয়মিত ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলায় তাঁদের অভিজ্ঞতা আরও বেড়েছে। অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন। নজর কেড়েছেন রোলেফও।

নেদারল্যান্ডস শিবিরের বড় ভরসা ম্যাক্স ও’ডাউড। বিশেষ নজর থাকবে ভারতীয় বংশোদ্ভূত বিক্রম সিংয়ের দিকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক রান স্কোরার বিক্রম। প্রথম বার ভারতে খেলতে আসছেন। মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলই দুটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া এবং ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচ রয়েছে ডাচদের। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছে নেদারল্যান্ডস। কোনও বারই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।

নেদারল্যান্ডস স্কোয়াড : স্কট এডওয়ার্ডস, ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোলেফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, আর্য দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সিব্রান্ড এঞ্জেলব্রেট।

Next Article