আইপিএলের সংসারে রোহিত, চাহালরা

sushovan mukherjee |

Mar 30, 2021 | 2:10 PM

এর মধ্যেই আইপিএলের প্রস্তুতি সারতে তৈরি ফ্র্যাঞ্চাইজি দলগুলি। মুম্বইয়ের (Mumbai Indians) সংসারে রোহিত (Rohit Sharma), পান্ডিয়াদের যোগ দেওয়ার ভিডিও টুইট করে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ এপ্রিল বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করছে ৫ বারের চ্যাম্পিয়নরা

আইপিএলের সংসারে রোহিত, চাহালরা
মুম্বইয়ের সংসারে হিটম্যান। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: দেশের জার্সিতে পারফর্ম করার পালা শেষ। এ বার নজরে আইপিএল (IPL)। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেই আজ ভোররাতে মুম্বই শিবিরে যোগ দেন সূর্যকুমার যাদব, হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া। আজ সকালে মুম্বইয়ের সংসারে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও।

আরও পড়ুন: অলিম্পিকের টেস্ট ইভেন্টে নামতে পারবেন বিদেশি অ্যাথলিটরা

 

হাতে সময় কম। এর মধ্যেই আইপিএলের প্রস্তুতি সারতে তৈরি ফ্র্যাঞ্চাইজি দলগুলি। মুম্বইয়ের (Mumbai Indians) সংসারে রোহিত (Rohit Sharma), পান্ডিয়াদের যোগ দেওয়ার ভিডিও টুইট করে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ এপ্রিল বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করছে ৫ বারের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডকে হারিয়েই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। কোনও বিশ্রাম নয়, জিমেই গা ঘামান আরসিবি অধিনায়ক। একবারও আইপিএল জেতেনি বেঙ্গালোর। তাই এ বার বাড়তি চ্যালেঞ্জ নিয়েই আইপিএলে নামতে মরিয়া কোহলিরা।

 

আজ সকালেই আরসিবির সংসারে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ। চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) সংসারে যোগ দিলেন জনি বেয়ারস্টো। চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করেছে আরসিবিও। তাই একই বিমানে করে নিজেদের আইপিএল সংসারে যোগ দেন চাহাল, সিরাজ, বেয়ারস্টোরা।

মুম্বইয়ে ঘাঁটি বেঁধেছে কলকাতা নাইট রাইডার্সও (KKR)। আজ সকালেই নাইটদের সংসারে যোগ দিলেন প্রসিধ কৃষ্ণা ও শুভমন গিল। যোগ দিলেন ইয়ন মর্গ্যানও। এ দিকে আজ সকালে রঙের উৎসবে সামিল হন কমলেশ নাগারকোটি, রাহুল ত্রিপাঠীরা। নাইটদের হয়ে অনুশীলন শুরু করে দিলেন বেন কাটিং।

 

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সংসারে যোগ দিলেন ঋষভ পন্থ, স্যাম বিলিংস এবং টম কারান। আজ সকালে দিল্লি শিবিরে যোগ দেন কোচ রিকি পন্টিংও। চেন্নাই সুপার কিংসের (CK) শিবিরে যোগ দিলেন স্যাম কারান আর মঈন আলি।

Next Article