AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: রোহিতের টুইট ভাইরাল, এক যুগ আগেই ভবিষ্যদ্বাণী!

IND vs SA 3rd T20I, Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলকে ছুঁয়েছেন সূর্যকুমার যাদব। তাঁদের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই রেকর্ড। এরপরই ভাইরাল রোহিত শর্মার সেই ভবিষ্যদ্বাণী। এক যুগ আগেই সূর্যকুমার যাদবকে নিয়ে টুইট করেছিলেন রোহিত শর্মা। প্রতিভা চিনতে ভুল করেননি রোহিত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বারবার তা প্রমাণ করে দিচ্ছেন সূর্যকুমার যাদব।

Rohit Sharma: রোহিতের টুইট ভাইরাল, এক যুগ আগেই ভবিষ্যদ্বাণী!
Image Credit: X
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 4:34 PM
Share

মুম্বই: স্কাই হ্যাজ নো লিমিট। জোহানেসবার্গের গ্যালারিতে এমন পোস্টার চোখে পড়েছে। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারকে নিয়ে উন্মাদনা হওয়াটাই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরিতে রেকর্ড গড়েন সূর্য। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে রেনবো নেশনে টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। কিন্তু ম্যাচ জিততে পারেনি ভারত। শেষ ম্যাচে স্কাইয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজে যুগ্মবিজয়ী ভারতীয় দল। সূর্যর এই প্রতিভা এক যুগ আগেই চিনেছিলেন রোহিত! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলকে ছুঁয়েছেন সূর্যকুমার যাদব। তাঁদের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই রেকর্ড। এরপরই ভাইরাল রোহিত শর্মার সেই ভবিষ্যদ্বাণী। এক যুগ আগেই সূর্যকুমার যাদবকে নিয়ে টুইট করেছিলেন রোহিত শর্মা। প্রতিভা চিনতে ভুল করেননি রোহিত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বারবার তা প্রমাণ করে দিচ্ছেন সূর্যকুমার যাদব।

জো’বার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। ৭টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি স্কাইয়ের ইনিংসে। ক্যাপ্টেন হিসেবেও ছাপ ফেলছেন সূর্য। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। প্রোটিয়া সফরে প্রথম ম্যাচ ভেস্তে না খেলে ফল অন্যরকম হতেই পারতো। তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো ইনিংসের পর ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন সূর্যকুমার যাদব।

রোহিতের যে টুইট ভাইরাল হয়েছে, সেটা ২০১১ সালের ১০ ডিসেম্বরের। চেন্নাইতে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে টুইট করেছিলেন রোহিত। সেখানেই লিখেছিলেন, মুম্বইয়ের সূর্যকুমার যাদবের দিকে নজর দিতে হবে। ভবিষ্যৎ তারকা হিসেবেই সূর্যকে চিহ্নিত করেছিলেন রোহিত।