Indian Team : ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন রোহিত-হার্দিক, কতটা ফিট রাহুল?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 25, 2023 | 11:46 AM

বেঙ্গালুরুতে ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে। ২৯ অগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। তারপর দিনই এশিয়া কাপের জন্য রওনা দেবে মেন ইন ব্লু।

Indian Team : ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন রোহিত-হার্দিক, কতটা ফিট রাহুল?

Follow Us

বেঙ্গালুরু : এশিয়া কাপের (Asia Cup 2023) প্রস্তুতিতে বৃহস্পতিবার ভারতীয় দলের ক্রিকেটাররা ফিটনেস ড্রিলস নিয়ে কঠিন পরিশ্রম করেছে। যার মধ্যে ছিল ‘ইয়ো-ইয়ো’ টেস্ট। এদিন অনুশীলনে উপস্থিত সকল ক্রিকেটারই ‘ইয়ো-ইয়ো’ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যেখানে বিরাট কোহলির ফিটনেস প্যারামিটার ১৭.২। ছয় দিনের এই শিবিরে বিসিসিআই ফিটনেস প্যারামিটার ১৬.৫ রেখেছে। বৃহস্পতিবার বিরাট কোহলি ছাড়াও রোহিত শর্মা (Rohit Sharma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন। আয়ার্ল্যান্ড ফেরত ক্রিকেটারদের এদিন ইয়ো ইয়ো টেস্ট হয়নি। শুক্রবার বেঙ্গালুরুর এই জাতীয় শিবিরে অংশ নিতে পারেন আয়ার্ল্যান্ড ফেরত চার ক্রিকেটার জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্ট ছাড়াও বেশিরভাগ সময় ইন্ডোর ‘ড্রিলস’ করানো হয়েছে। শুক্রবার থেকে আউটডোর অনুশীলন শুরু হবে। ক্রিকেটারদের উপর নজর রাখবেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং হেড কোচ রাহুল দ্রাবিড়। লোকেশ রাহুলের ফিটনেসের দিকে বাড়তি নজর রয়েছে। ফিটনেস ড্রিলসে রাহুলও সামিল হয়েছেন। তবে ইয়ো ইয়ো টেস্ট হয়নি তাঁর। রাহুল এশিয়া কাপের টিমে রয়েছেন। তবে নতুন করে হালকা চোট পাওয়ায় এই কিপার ব্যাটার টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।

এশিয়া কাপে কেএল রাহুলের ব্যাক আপ হিসেবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির স্টাফরা রাহুলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। কিন্তু উইকেটকিপিংয়ের দায়িত্ব নিয়ে আরও একটু স্পষ্টতা প্রয়োজন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন। তা সত্ত্বেও সদ্য চোট সারিয়ে ফেরা ব্যাটারের উপর বাড়তি নজর রয়েছে।

Next Article