মুম্বই: আলি রে আলি… উইমেন্স আইপিএলের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের এই থিম সংটা এখন MI সমর্থকদের মুখে মুখে শোনা যাচ্ছে। আজ, ডব্লিউপিএলের বোধন। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মেয়েদের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেথ মুনির গুজরাট জায়ান্টস এবং হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুম্বই ইন্ডিয়ান্স। ছেলেদের আইপিএলের সবচেয়ে সফল দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মেয়েদের আইপিএলেও কি দাপট দেখাতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স? সময়ই বলবে। WPL শুরু হওয়ার আগে মুম্বইয়ের আইপিএল দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং MI-এর অন্যান্য সদস্যরা হরমনপ্রীত অ্যান্ড কোং-কে উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা দিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
৫ বারের আইপিএল জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হ্যারিদের উইমেন্স আইপিএলের শুভারম্ভের আগে বলেন, “উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। এই মরসুমটা কেমন হতে চলেছে তা দেখার জন্য আমি ভীষণ আগ্রহী। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য, যারা নিলাম থেকে অত্যন্ত ভালো দল গড়েছে। কিছু দারুণ ক্রিকেটার এবং কিছু ভালো সাপোর্ট স্টাফ পেয়েছে তারা। এই মরসুমের জন্য ওদের শুভকামনা জানাই। আমি আশা করি ওরা এই মরসুমে সত্যিই বিশেষ কিছু অর্জন করবে।”
MI পল্টনের অপর এক তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব বলেন, “আলি রে আলি। মুম্বইয়ের মেয়েদের দল এসে গিয়েছে। নীল ও সোনালিতে তোমাদের দেখার অপেক্ষায় রয়েছি। উইমেন্স প্রিমিয়ার লিগে আগুন জ্বলতে দেখার অপেক্ষা করছি।”
ভারতের তরুণ তুর্কি, মুম্বইয়ের অন্যতম তারকা ক্রিকেটার ঈশান কিষাণ বলেন, “মাঠের মধ্যে অনেক আলি রে মুহূর্ত দেখার অপেক্ষায় রয়েছি। আমরা একটা দারুণ প্রতিভাবান দল পেয়েছি। দলে প্রচুর তারকা রয়েছে। আমরা জানি কাপ ঘরে আনার জন্য যা প্রয়োজন তা তোমরা পেয়েছো। তাই সকলকে জানাই শুভকামনা।”
আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলেন প্রোটিয়াদের তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস। তিনি বলেন, “আমাদের মহিলাদের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখার জন্য অপেক্ষায় রয়েছি। এটা একটা ভীষণ উত্তেজনাপূর্ণ সময়। এমআই পরিবার দিন দিন প্রসারিত হচ্ছে। তোমাদের সেখানে দেখার অপেক্ষা করছি। সকলকে জানাই শুভেচ্ছা।”
অজি তারকা ক্রিকেটার টিম ডেভিড যিনি আইপিএলে মুম্বইয়ের জার্সিতে খেলেন, তিনি বলেন, “ডব্লিউপিএলে মুম্বইয়ের হয়ে খেলবে এমন অনেক উজ্জ্বল প্লেয়ার আমাদের কাছে রয়েছে। অ্যামেলিয়া, ন্যাট, হরমন সকলেই বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। WPL-এ আমাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য তোমাদের শুভকামনা জানাই। পাশাপাশি WPL-এর বাকি সমস্ত প্লেয়ারদেরও শুভকামনা জানাই।”
No support like the #OneFamily support. ?
Wishes from the best, for the best! ? @ImRo45 @surya_14kumar @ishankishan51 @BrevisDewald @timdavid8 | #MumbaiIndians #AaliRe #WPL pic.twitter.com/1Hx18eyWM0
— Mumbai Indians (@mipaltan) March 3, 2023