India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কোন রেকর্ড গড়লেন রোহিত?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 12, 2022 | 4:32 PM

Rohit Sharma: বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেই একখানা রেকর্ড গড়েছেন হিটম্যান।

India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কোন রেকর্ড গড়লেন রোহিত?
India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কোন রেকর্ড গড়লেন রোহিত? (ছবি-টুইটার)

Follow Us

বেঙ্গালুরু: ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka)গোলাপি বল টেস্ট (Pink Ball Test) চলছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে হওয়া প্রথম টেস্টে এক ইনিংসে ও ২২২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। মোহালি টেস্ট ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ারের ১০০তম টেস্ট। এবং মোহালি টেস্টেই টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথমবার মাঠে নেমেছিলেন রোহিত। আর এ বার বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে এক রেকর্ড গড়ে রোহিত ঢুকে পড়লেন সচিন-দ্রাবিড়-ধোনি-বিরাটদের এলিট গ্রুপে। যদিও নিজের রেকর্ড ম্যাচে রোহিত ব্যাট হাতে মাত্র ১৫ রান (প্রথম ইনিংসে) করে ড্রেসিংরুমে ফিরেছেন।

বেঙ্গালুরুতে চলা পিঙ্ক বল টেস্টে কোন রেকর্ড গড়লেন রোহিত?

বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেই একখানা রেকর্ড গড়েছেন হিটম্যান। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিন-রাতের টেস্ট রোহিত শর্মার কেরিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ। নবম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে নাম খোদাই করলেন রোহিত।

রোহিত শর্মা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৪৪টি টেস্ট, ২৩০টি ওডিআই এবং ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৭ সালের জুনে ভারতের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। একই বছরে তাঁর টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয়েছিল। কেরিয়ারের শুরুর দিকে খুব একটা নজর কাড়তে না পারলেও, খুব শীঘ্রই রোহিত ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হন।

রোহিত শর্মা ছাড়া অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা যাঁরা ৪০০টিরও বেশি আন্তর্জাতির ম্যাচ খেলেছেন, তাঁরা হলেন —

১) সচিন তেন্ডুলকর (৬৬৪ ম্যাচ),

২) মহেন্দ্র সিং ধোনি (৫৩৮ ম্যাচ),

৩) রাহুল দ্রাবিড় (৫০৯ ম্যাচ),

৪) বিরাট কোহলি (৪৫৭ ম্যাচ),

৫) মহম্মদ আজহারউদ্দিন (৪৩৩ ম্যাচ),

৬) সৌরভ গঙ্গোপাধ্যায় (৪২৪ ম্যাচ),

৭) অনিল কুম্বলে (৪০৩ ম্যাচ),

৮) যুবরাজ সিং (৪০২ ম্যাচ)।

আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 1 Live: চা বিরতির পর খেলা শুরু, ক্রিজে পন্থ-শ্রেয়স

আরও পড়ুন: ICC Women World Cup 2022: রেকর্ডের মাঝেও ধারাবাহিকতা খুঁজছেন ভারতীয় অধিনায়ক

আরও পড়ুন: ICC Women World Cup 2022: মিতালি-ঝুলনের রেকর্ড, স্মৃতি-হরমনের সেঞ্চুরি, বিশ্বকাপে দাপট টিম ইন্ডিয়ার

Next Article