Rohit Sharma: ‘নো’ হিট, আইপিএলে শূন্য রানে আউটের লজ্জার রেকর্ড রোহিতের!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 06, 2023 | 6:57 PM

CSK vs MI, IPL 2023: ইনিংসের শুরু থেকেই মুম্বইয়ের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। মাত্র ১৪ রানে তিন উইকেট খুইয়ে ফেলে মুম্বই। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

Rohit Sharma: নো হিট, আইপিএলে শূন্য রানে আউটের লজ্জার রেকর্ড রোহিতের!
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার কাছে এখনও পর্যন্ত দুঃস্বপ্নের আইপিএল। শনিবাসরীয় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্সের (CSK vs MI) মধ্যে চলছে ৪৯তম ম্যাচ। সেখানেও জারি রইল রোহিত শর্মার খারাপ ফর্ম। আইপিএলের ‘এল ক্লাসিকো’তে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (IPL 2023)। ইনিংসের শুরু থেকেই মুম্বইয়ের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। মাত্র ১৪ রানে তিন উইকেট খুইয়ে ফেলে মুম্বই। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আরও একবার বিনা খাতা খুলেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। দীপক চাহারের বলে রোহিত এদিন ডাক আউট হয়ে এক লজ্জার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। ক্যাপ্টেনের ফর্ম দেখে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স শিবির। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

২০২৩ আইপিএলে হিটম্যানের ব্যাটে রান নেই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। গত চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান। এছাড়া পুরো মরসুমের কথা ধরলে ১০ ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে ১৮৪ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে রোহিতের নামে লজ্জার রেকর্ডের দেখা গিয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার এখন রোহিত শর্মা। এই নিয়ে সর্বাধিক ১৬ বার আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন রোহিত। দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। ডিকে ডাক আউট হয়েছেন ১৫ বার।

সিএসকের বিরুদ্ধে শনিবারের ম্যাচে ওপেনিং করতে নামেননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। গত পাঁচ বছরে এই প্রথম বার এমনটা ঘটল। পাঁচ বছরে ৬২টি ইনিংস খেলার পর শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। ৩ বল খেললেন মাত্র। মাঠে নেমে রাহুল চাহারের বলে রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন।

মাথা নীচু করে মাঠ ছাড়লেন রোহিত

Next Article