Rohit Sharma: মাঠে কি ঘুরতে এসেছ… স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের গালিগালাজ, ভিডিয়ো দেখেছেন?

Feb 03, 2024 | 4:53 PM

Wacth Video: ভাইজ্যাগে প্রথম দিনই মাত্র ১৪ রান করে আউট হয়েছিলেন। তার জন্য অবশ্য রোহিত ট্রেন্ডিংয়ে নেই। তিনি রয়েছেন অন্য এক কারণে। তা অবশ্য ম্যাচকেন্দ্রিক। মাঠের মধ্যে মেজাজ হারিয়ে এ বার গালিগালাজ করলেন হিটম্যান। যা আবার ধরা পড়েছে স্টাম্প মাইকে। বিদ্যুৎগতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

Rohit Sharma: মাঠে কি ঘুরতে এসেছ... স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের গালিগালাজ, ভিডিয়ো দেখেছেন?
মাঠে কি ঘুরতে এসেছ... স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের গালিগালাজ, ভিডিয়ো দেখেছেন?
Image Credit source: X

Follow Us

কলকাতা: #RohitSharma আচমকা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ভারত অধিনায়ক। বিশাখাপত্তনম টেস্টে ভারতের প্রথম ইনিংসে আহামরি পারফর্ম করেননি রোহিত (Rohit Sharma)। ভাইজ্যাগে প্রথম দিনই মাত্র ১৪ রান করে আউট হয়েছিলেন। তার জন্য অবশ্য রোহিত ট্রেন্ডিংয়ে নেই। তিনি রয়েছেন অন্য এক কারণে। তা অবশ্য ম্যাচকেন্দ্রিক। মাঠের মধ্যে মেজাজ হারিয়ে এ বার গালিগালাজ করলেন হিটম্যান। যা আবার ধরা পড়েছে স্টাম্প মাইকে। বিদ্যুৎগতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

হায়দরাবাদ টেস্ট হেরে সিরিজে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যে কারণ প্রবলভাবে ভারতীয় দল চাইছে ভাইজ্যাগেই এই সিরিজে সমতা ফেরাতে। ডাবল সেঞ্চুরি করে ভারতকে অক্সিজেন দেন যশস্বী জয়সওয়াল। এরপর শুরু হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভাইরাল ভিডিয়োতে দেখা যায় ইংল্যান্ডের ইনিংসের ৩১তম ওভার শেষ হওয়ার পর হঠাৎ গালিগালাজ করতে থাকেন রোহিত। ৩২ তম ওভারের ঠিক আগে জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস মাঠের মাঝে এসে হাত মেলান। ওই সময় স্টাম্প মাইকে ধরা পড়ে রোহিতের অশ্লীল ভাষায় গালিগালাজ। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত তাঁর সতীর্থদের ফিল্ডিংয়ে সন্তুষ্ট না হয়ে বলেন, ‘কেউ মাঠে ঘুরলে…..########’

ভাইজ্যাগে অকথ্য ভাষায় সতীর্থদের গালিগালাজ দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দেখুন সেই ভিডিয়ো —

সোশ্যাল মিডিয়ায় রোহিতের এই ভিডিয়োতে বিভিন্ন কমেন্ট করেছেন নেটিজ়েনরা। একদলের বক্তব্য, এ ভাবে সতীর্থদের গালিগালাজ করা রোহিতের মুখে শোভা পায় না। অপর একজনের কমেন্ট, ‘ভারত অধিনায়কের কাছ থেকে এমনটা কাম্য নয়। এটা ভীষণ লজ্জাজনক।’

রোহিতের ভাইরাল ভিডিয়োতে এক নেটিজ়েনের দাবি, টিম ইন্ডিয়ার অধিনায়ক মনে করছিলেন গলি ক্রিকেট চলছে।

Next Article