Rohit Daughter: কেমন আছেন রোহিত? আধো গলায় আপডেট দিল ছোট্ট সামাইরা
কোভিড আক্রান্ত রোহিত শর্মা এখন বড় চিন্তা ভারতীয় দলের। হোটেল রুমে আইসোলেশনে থাকা হিটম্যানের শারীরিক অবস্থা কেমন? জিজ্ঞাসা করতেই আধো আধো গলায় উত্তর দিল মেয়ে সামাইরা শর্মা। রোহিত-কন্যার কিউট ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল।
লন্ডন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার একরত্তি মেয়ে সামাইরা। তার কিউটনেসে মজে নেটিজেনরা। এমন কী করল রোহিত-কন্যা? লেস্টারে ভারতীয় দল যে হোটেলে উঠেছে সেখান থেকে মা ও ন্যানির সঙ্গে বেরচ্ছিল সামাইরা। লবি থেকে কয়েকজন 3 বছরের সামাইরাকে জিজ্ঞেস করে, রোহিত কেমন আছেন? একটুও না ঘাবড়ে থেমে গিয়ে প্রশ্নকর্তার দিকে ঘুরে গেল সে। তারপর উত্তর দিল থেমে থেমে। কোভিড পজিটিভ রোহিত ঘরে বসে বসে কী করছেন, সবটাই জানিয়ে দিল কন্যে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে শুক্রবার শুরু হচ্ছে গতবছর স্থগিত হয়ে যাওয়া পঞ্চম টেস্ট। তার আগে ফাঁপরে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ দিন কয়েক আগে কোভিড ধরা পড়ে রোহিতের। তারপর থেকে ঘরবন্দী তিনি। অনুশীলন করতে পারছেন না। সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকছে বোর্ড। একান্তই রোহিত সুস্থ না হলে ওপেনিংয়ের সমস্যা মেটাতে ইতিমধ্যেই ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। তবে নেতৃত্ব নিয়ে রয়েছে বড় চিন্তা। বিরাট কোহলিকে ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা চলছে। তাই শুক্রবারের আগে রোহিত ফিট হয়ে গেলে হাঁফ ছেড়ে বাঁচবে ভারতীয় দল।
#RohitSharma Daughter #samaira Today at #Leicester How cute she is ?? MY FATHER IS TAKING REST IN THE ROOM GOT #covidpositive @ritssajdeh @ImRo45 #ENGvIND @ITGDsports pic.twitter.com/Tbpu0HSUIQ
— Krishna sai ✊?? (@Krishna19348905) June 27, 2022
সোমবার ‘ঘরবন্দী’ অবস্থায় ইনস্টাগ্রামে হাসিমুখে পোজ দেওয়া ছবি পোস্ট করলেন রোহিত। উৎকণ্ঠায় থাকা অগণিত অনুরাগীদের বুঝিয়ে দিলেন সুস্থতার পথেই এগোচ্ছেন। তারই ফাঁকে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ল মেয়ে সামাইরার একটি ভিডিও। বাবার স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে গম্ভীরভাবে সামাইরা বলল, “রুমে এখন ঘুমোচ্ছে। বাবা কোভিড পজিটিভ তো। তাই যে কেউ একজন বাবার রুমে যেতে পারে।” ভিডিওতে মা রীতিকা সচদেব ও সামাইরার ন্যানিকে দেখা গিয়েছে।
এদিকে ভাইরাসের প্রকোপে পড়েছেন ইংল্যান্ড দলের উইকেটকিপার-ব্যাটার বেন ফোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে তৃতীয় টেস্ট চলাকালীন তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি কোভিড পরিবর্ত হিসেবে প্রথম একাদশে নিয়ে আসা হয় স্যাম বিলিংসকে। আপাতত আইসোলেশনে ফোকস। পিঠে ব্যথার কারণে উইকেট কিপিং করতে সমস্যা হচ্ছিল তাঁর। পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়ান জনি বেয়ারস্টো। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই কোভিড ধরা পড়ে তাঁর। এজবাস্টনের ভারতের বিরুদ্ধে টেস্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। ইসিবি অবশ্য সেই ম্যাচের আগে ফিট বেন ফোকসকে পাওয়ার আশা করছে।