মুম্বই : আইপিএল শুরু হতে আর হাতে গোনা দিন বাকি। ক্রিকেটপ্রেমীরা মজে থাকবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে। পরিসংখ্যানের বিচারে আইপিএলে সবচেয়ে সফল ক্রিকেটার রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ বার আইপিএল জিতেছেন রোহিত। আর এক বার আইপিএল জিতেছেন ডেকান চার্জাসের হয়ে। মুম্বই পাঁচ বারই আইপিএল জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। হিটম্যানের কেরিয়ারের শুরুর দিন গুলো এমন সোনায় মোড়া ছিল না। রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন রোহিতের একদা সতীর্থ প্রজ্ঞান ওঝা। আইপিএল হোক কিংবা রঞ্জি ট্রফি, রোহিতের সঙ্গে এক দলে খেলেছেন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার। প্রজ্ঞান ওঝা এখন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য। মধ্যবিত্ত পরিবার থেকে রোহিতের উত্থান। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলের প্রথম সংস্করণ থেকেই খেলে যাচ্ছেন হিটম্যান। তবে সফল ক্রিকেটার হওয়ার পিছনেও রয়েছে এক কাহিনি। বিস্তারিত TV9Bangla-য়।
অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে থাকার সময় রোহিত শর্মাকে প্রথম বার দেখেন প্রজ্ঞান ওঝা। ক্রিকেটার হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে দুধ বিক্রি করতেন হিটম্যান। এক সাক্ষাৎকারে ওঝা বলেন, ‘মধ্যবিত্ত পরিবার থেকে রোহিতের বেড়ে ওঠা। ক্রিকেটের জন্য সে রকম অর্থ ছিল না। নির্দিষ্ট বাজেটের মধ্যেই ওকে সব কিছু কিনতে হত। আমার মনে আছে, ক্রিকেটের সরঞ্জাম কিনতে একটা সময় দুধ বিক্রি করেছে ও। এখন ওকে দেখে আমার গর্ব হয়। কোথা থেকে ও যাত্রা শুরু করেছিল, আজ কোথায় পৌঁছে গিয়েছে।’
একই সঙ্গে ওঝা বলেন, ‘অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের শিবিরে ওকে প্রথম দেখেছিলাম। তখনই বুঝেছিলাম, ওর মধ্যে বিশেষ কিছু রয়েছে। খুব একটা বেশি কথা বলত না। তবে প্রচণ্ড আগ্রাসী মনোভাব নিয়ে ও ব্যাটিং করত। এমনকি আমার বোলিং খেলার সময়ও আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করত। আমাকে না চেনা সত্ত্বেও যে ভাবে ব্যাটিং করত তা দেখে অবাক হয়ে যাই। এরপরই আমাদের বন্ধুত্ব শুরু হয়।’
প্রজ্ঞান এও বলেন, ‘মুম্বই রঞ্জি দলে রোহিত ডাক পাওয়ার পর আমাদের বন্ধুত্ব আরও বেড়ে যায়। ও খুব মজা করতে ভালোবাসে। অন্যকে বেশ ভালো নকল করতে পারে। এমন ধরণের ছেলে আমার খুব ভালো লাগে।’
গত আইপিএল খুবই হতাশার কেটেছে মুম্বই ইন্ডিয়ান্সের। দশ দলের মধ্যে একেবারে শেষে ছিলেন রোহিতরা। ২ তারিখ এ বারের আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের নেতৃত্বাধীন মুম্বই প্রথম ম্যাচেই খেলবে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে।