Rohit Sharma: ৫ রানে হেরে মেজাজ বিগড়াল রোহিতের, বোলারদের খোলাখুলি দায়ী করলেন!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 17, 2023 | 4:04 PM

LSG vs MI, IPL 2023 : মুম্বই ইন্ডিয়ান্স শুরুটা দুরন্ত করলেও শেষমেশ লখনউয়ের বিরুদ্ধে হেরে গিয়েছেন রোহিত শর্মারা। তাও মাত্র ৫ রানের ব্যবধানে। ম্যাচের পর হারের কারণ হিসেবে টিমের বোলারদের দিকে আঙুল তুললেন রোহিত।

Rohit Sharma: ৫ রানে হেরে মেজাজ বিগড়াল রোহিতের, বোলারদের খোলাখুলি দায়ী করলেন!
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: দলের সদস্যরা ভালো পারফর্ম করলে যেমন প্রশংসায় ভাসিয়ে দেন, আবার উল্টোটা হলে প্রকাশ্যেই ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ধমক খেতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের। মঙ্গলবার ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ (LSG vs MI)। জিতলেই ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রাখতে পারত। কিন্তু সে গুড়ে বালি। এদিন শেষ ওভারে মহসিন খানের (IPL 2023) বলে টিম ডেভিড, ক্যামেরন গ্রিনদের ব্যাট চললই না। ওভারে দুটো ডট বল। মোট ৫ রান খরচ করে লখনউকে ম্যাচ জিতিয়ে দেন মহসিন। এই হারের জন্য ম্যাচের পর দলের বোলারদের সরাসরি দায়ী করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। লখনউয়ের ইনিংসে শেষ তিন ওভারে মুম্বইয়ের বোলাররা ৫৪ রান খরচ করেন! বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

প্রথমে ব্যাট করা লখনউকে ১৭৭ রানে আটকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রান তাড়া করতে নেমে শুরু থেকে মুম্বইকে আত্মবিশ্বাসী দেখালেও শেষমেশ লক্ষ্যের ৫ রান আগে আটকে যায় মুম্বই। ম্যাচের পর হারের কারণ হিসেবে ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন, শেষ তিন ওভারে বোলাররা প্রচুর রান দিয়ে ফেলেছে। হারের মুখ্য কারণ এটাই। মুম্বইয়ের যে তিন বোলার শেষদিকে সবচেয়ে বেশি রান দিয়েছেন তাঁরা হলেন ক্রিস জর্ডন, জেসন বেরহেনডর্ফ এবং আকাশ মাধওয়াল। ক্রিস জর্ডন ১৮তম ওভারে ২৪ রান খরচ করেন। বেরহেনডর্ফ ১৯তম ওভারে দেন ১৫ রান। শেষ ওভারে বল ছিল আকাশ মাধওয়ালের হাতে। ওই ওভারে ১৫ রান দেন আকাশ। শেষ তিন ওভারে মুম্বইয়ের বোলাররা খরচ করেন ৫৪ রান। লখনউ শুরুর দিকে ধাক্কা সামলে ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৭৭ রান করে ফেলে লখনউ। রোহিত বলেছেন, “আমরা ভালো খেলতে পারিনি। কিছু মুহূর্ত এসেছিল যেগুলো কাজে লাগানো খুব প্রয়োজন ছিল, কিন্তু তেমনটা হয়নি। এই হার খুব দুর্ভাগ্যজনক। তবে নিজেদের মনোবল ভাঙতে দেওয়া চলবে না।”

ঈশান কিষাণের সঙ্গে প্রথম উইকেটে ৫৮ বলে ৯০ রানের পার্টনারশিপ খেলা রোহিত শর্মা বলেন, “পিচের আচরণ প্রথমদিকের মতো ছিল না। ব্যাটাররা সুবিধে পাচ্ছিল। কিন্তু দ্বিতীয় অর্ধে আমরা ছন্দ হারিয়ে ফেলি। বোলাররাও শেষ তিন ওভারে প্রচুর রান দিয়েছে।” এখান থেকে প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা কতটা? রোহিত বলেন, “আমি জানি না পরিসংখ্যান কী বলছে, তবে পরের ম্যাচ যে কোনওভাবে আমাদের জিততেই হবে।”

Next Article