IPL 2023: আইপিএলের প্রোমো শুটে ব্যস্ত হার্দিক-রোহিত, ফাঁস হল সেই মুহূর্তের ঝলক

Rohit Sharma-Hardik Pandya: প্রতি বার আইপিএল শুরু হওয়ার আগে টেলিভিশনের পর্দায় একাধিক বিজ্ঞাপন দেখা যায়। তেমনই এক বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবংমুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

IPL 2023: আইপিএলের প্রোমো শুটে ব্যস্ত হার্দিক-রোহিত, ফাঁস হল সেই মুহূর্তের ঝলক
IPL 2023: আইপিএলের প্রোমো শুটে ব্যস্ত হার্দিক-রোহিত, ফাঁস হল সেই মুহূর্তের ঝলক

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 06, 2023 | 12:03 PM

মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হতে এখনও প্রায় সাড়ে তিন সপ্তাহ বাকি। আইপিএলের (IPL) ১০টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে অনুশীলন শিবির শুরু করে দিয়েছে। পাশাপাশি ভারতের জনপ্রিয় কোটিপতি লিগের জন্য ব্রডকাস্টাররা করছে প্রোমোশনাল অ্যাডের শুট। আর সেখানেই বিপত্তি। আইপিএল শুরু হওয়ার আগে টেলিভিশনের পর্দায় একাধিক বিজ্ঞাপন দেখা যায়। তেমনই এক বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কোনও ভাবে হার্দিক ও রোহিতের আইপিএলের জন্য বিজ্ঞাপনের শুটিংয়ের কিছু ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদন।

আইপিএলের বিজ্ঞাপনের শুটিং সেট থেকে কীভাবে হার্দিক-রোহিতদের ভিডিয়ো ভাইরাল হয়েছে তা পরিস্কার নয়। শুটিং সেটে থাকা কোনও ব্যক্তি লুকিয়ে ভিডিয়ো করে সেটি নেটদুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টস। তারা এ বার আইপিএল ফ্যানেদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে হাজির হয়েছে। এক কনটেস্টের মাধ্যমে আইপিএলের ব্রডকাস্টার বেছে নিচ্ছে সেই ভাগ্যবান দর্শককে, যিনি আইপিএলের বিজ্ঞাপনে তাঁর প্রিয় ক্রিকেটারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবেন।

এক ঝলকে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আইপিএলের প্রোমো শুটের ফাঁস হওয়া ভিডিয়ো —

৩১ মার্চ শুরু হবে এ বছরের আইপিএল। মরসুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ রয়েছে ২ এপ্রিল। ফাফ দু’প্লেসির আরসিবির বিরুদ্ধে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করবে রোহিতের মুম্বই পল্টন।

উল্লেখ্য, বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যস্ত রোহিত শর্মা। ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের চতুর্থ ম্যাচটি হবে আমেদাবাদে, ৯ মার্চ। এরপর ১৭ মার্চ রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচ। সেই ম্যাচে পারিবারিক কারণে ভারতের হয়ে নেতৃত্ব দিতে পারবেন না রোহিত শর্মা। তাঁর বদলে ওই ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।