Rohit Sharma: দাঁত-মুখ খিঁচিয়ে এ কী করলেন রোহিত! ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ

Watch Video: এই মুহূর্তে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার ব্যস্ত টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এক ভিডিয়ো। যা দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ হয়েছে।

Rohit Sharma: দাঁত-মুখ খিঁচিয়ে এ কী করলেন রোহিত! ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ
Rohit Sharma: দাঁত-মুখ খিঁচিয়ে এ কী করলেন রোহিত! ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ Image Credit source: PTI

Jan 27, 2024 | 4:50 PM

কলকাতা: টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সেন্স অব হিউমার দেখার মতো। একাধিক ম্যাচের আগে তাঁর প্রেস কনফারেন্স থাকে দেখার মতো। বিভিন্ন সময় এমন মজার মজার উত্তর দেন রোহিত, তাতে সকলের হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় হয়। এই মুহূর্তে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টের (Test) তৃতীয় দিনের খেলায় ব্যস্ত রোহিত শর্মা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এক ভিডিয়ো। যা দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হায়দরাবাদে বসেছিল বিসিসিআইয়ের অ্যাওয়ার্ড সেরেমনি নমনের আসর। সেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মা থেকে শুরু করে ভারতের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। সেই বিসিসিআইয়ের অ্যাওয়ার্ড শো-য়ের ফাঁকে এক সঞ্চালক রোহিত শর্মাকে নিজের এবং তাঁর সতীর্থদের ২২ গজে বিভিন্ন সেলিব্রেশন, ডেলিভারি ও শট খেলার দৃশ্যর বর্ণনা দিতে বলেন।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রোহিতকে তাঁর পুল শট, জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন, স্কাইয়ের Supla শট, কোনও উইকেট পড়লে বিরাট কোহলির সেলিব্রেশন কেমন হয়, মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট, সেঞ্চুরির পর গিলের বো (Bow) করার দৃশ্যর ব্যাপারে জানতে চাওয়া হয়। রোহিত এই সবক’টি দৃশ্য নকল করে দেখানোর সময় সবচেয়ে বেশি নজর কেড়েছে কোনও উইকেট পড়ার সময় বিরাট কোহলির এক্সপ্রেশন। বিরাট কোহলিকে মাঠে বরাবরই আগ্রাসী মেজাজে পাওয়া যায়। উইকেট পড়লে দাঁত-মুখ খিঁচিয়ে তাঁর সেলিব্রেশনের ভিডিয়ো আগেও ভাইরাল হয়েছিল। এ বার তাঁর সেই সেলিব্রেশনের স্টাইল নকল করে দেখিয়ে ভাইরাল হলেন রোহিত।

এক ঝলকে দেখে নিন রোহিত শর্মার দাঁত-মুখ খিঁচিয়ে বিরাট কোহলিকে নকল করার সেই দৃশ্য—