Rohit Sharma: শ্যালকের বিয়ে, প্রথম ওডিআই থেকে ছুটি নিলেন রোহিত!

ব্যক্তিগত কারণ দেখিয়ে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। বোর্ডের তরফে স্কোয়াড ঘোষণার সময় জানানো হয়েছিল, পারিবারিক কারণে প্রথম ওডিআইতে (ODI) খেলবেন না ক্যাপ্টেন।

Rohit Sharma: শ্যালকের বিয়ে, প্রথম ওডিআই থেকে ছুটি নিলেন রোহিত!
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Mar 16, 2023 | 2:00 PM

মুম্বই: শ্যালকের বিয়ে বলে কথা। তার উপর দেশেই রয়েছেন তিনি। এই সুযোগ হাতছাড়া করলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ (India vs Australia)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ। ঘরের মাঠে খেলা হলেও সেই ম্যাচে থাকছেন না নেতা রোহিত। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। বোর্ডের তরফে স্কোয়াড ঘোষণার সময় জানানো হয়েছিল, পারিবারিক কারণে প্রথম ওডিআইতে (ODI) খেলবেন না ক্যাপ্টেন। এ বার তাঁর না থাকার কারণ সামনে এসেছে। রোহিতের স্ত্রী ঋতিকা সজদের ভাই কুণাল সজদের বিয়ে ১৭ মার্চ। তাই সে দিন দলের হয়ে মাঠে নামতে পারবেন না হিটম্যান। রোহিতের পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে? তাঁর পরিবর্তে ওপেনিংয়ে কে নামবেন? বিস্তারিত রইল TV9 Banglaর এই প্রতিবদনে।

রোহিতের অনুপস্থিতিতে ওয়াংখেড়ের প্রথম ওডিআই ম্যাচে নেতৃত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। প্রথম বার জাতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার। অতীতে রোহিতের অনুপস্থিতিতে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। প্রথম ম্যাচ মিস করলেও সিরিজের বাকি দুটো ম্যাচে দলে ফিরবেন রোহিত। ১৯ মার্চ দ্বিতীয় ম্যাচটি খেলা হবে বিশাখাপট্টনম স্টেডিয়ামে। ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় দল মজবুত করার কাজে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি ইশান কিষাণের। রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে নামতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকানো ইশান। তাঁর সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে শুভমন গিলকে। লোকেশ রাহুলকেও নামিয়ে দিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। রাহুলের ফর্মে না থাকা এখন বড় চিন্তা টিম ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়া সিরিজ তাঁর কাছে বড় পরীক্ষা হতে চলেছে। কিপার-ব্যাটারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

ওডিআই সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আমেদাবাদ টেস্টে চোট পেয়েছিলেন শ্রেয়স। পুরো ম্যাচেই ব্য়াট করতে পারেননি। তাঁর অস্ত্রোপচার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। অপারেশন করাতে হবে কিনা, নিশ্চিত নয় এখনও। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্য়াব হবে তাঁর।

ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, শুভমন গিল, শার্দূল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকট, ওয়াশিংটন সুন্দর, সূর্যকুমার যাদব।