মুম্বই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার হতাশার মরসুম চলছে রোহিত শর্মার। এ বারে আইপিএলে প্রথম দশ ম্য়াচে মাত্র ১৮৪ রান করেছিলেন। ওয়াংখেড়েতে আরসিবি ম্য়াচের আগে ৪ ইনিংসে মাত্র ৫ রান। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা রোহিতের। সতর্ক শুরু করেন রোহিত। বেশ কয়েক বার অস্বস্তিতে পড়লেও ক্রিজে টিকে থাকার চেষ্টা চলছিল। কিন্তু ছন্দপতন পঞ্চম ওভারে। লেগস্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গার বলে কট বিহাইন্ড হন ঈশান কিষাণ। এরপরই বড় ধাক্কা। ওপেনিং জুটিতে ৫১ রান উঠলেও ততক্ষণে রোহিত খেলেছিলেন খুবই কম ডেলিভারি। ৭ বলে ৭ রানে ক্রিজে টিকে থাকার মরিয়া চেষ্টা ব্য়র্থ হল অষ্টম ডেলিভারিতে। যদিও এই আউট নিয়ে তৈরি হল বিতর্ক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ানিন্দু হাসারঙ্গার বলে স্টেপ আউট করেন রোহিত। ব্য়াটে-বলে সংযোগ হয়নি। বল শর্ট পড়লেও বাউন্স হয়নি। তাঁর গুগলি প্য়াডে লাগে। আউটের আবেদন করলেও অন-ফিল্ড আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় আরসিবি। বল পিচ করা এবং ইমপ্য়াক্ট নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বলের যা লাইন ছিল তাতে খালি চোখে মনে হয়েছিল লেগ স্টাম্পে আম্পায়ার্স কল হতে পারে। কিন্তু বল ট্র্য়াকারে দেখা যায় বল পুরোপুরি উইকেটে লাগছে। বল ট্র্য়াকার নিয়ে চূড়ান্ত অবিশ্বাসে মাঠ ছাড়েন রোহিত শর্মা। প্রশ্ন ওঠে আরও একটি বিষয় নিয়ে। তিন মিটারের বেশি দূরত্বে ইমপ্য়াক্ট হলে আউট হওয়ার কথা নয়। রোহিত স্টেপ আউট করেছিলেন। কতটা দূরত্বে বলের ইমপ্য়াক্ট হয়েছে, সেটাও চেক করা হয়নি।
Wow-indu Hasaranga ?strikes big to bring #RCB ? into the game! ?️#IPLonJioCinema #MIvRCB #TATAIPL #IPL2023 | @RCBTweets @Wanindu49 pic.twitter.com/icnrLOeoTR
— JioCinema (@JioCinema) May 9, 2023
ভারতীয় দলের প্রাক্তন কোচ, ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও প্রশ্ন তোলেন, কেন দূরত্ব চেক করা হল না। পাশাপাশি তিনি বলেন, ‘দেখে মনে হয়নি এই ডেলিভারি উইকেটে লাগতে পারে। মনে হচ্ছিল লেগ স্টাম্প মিস করবে। তবে দূরত্বটা চেক করা উচিত ছিল।’ অন্য়ান্য় ধারাভাষ্যকারও দূরত্ব নিয়ে প্রশ্ন তোলেন।