Rohit Sharma, IPL 2023: আইপিএলের প্লে অফে হিটম্যানের ব্যাট কতটা ‘হিট’ জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 24, 2023 | 9:00 AM

MI, IPL 2023: আইপিএলের সবচেয়ে সফল দল রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লে অফে রোহিত শর্মার পারফরম্যান্স কেমন জানেন?

Rohit Sharma, IPL 2023: আইপিএলের প্লে অফে হিটম্যানের ব্যাট কতটা হিট জানেন?
আইপিএলের প্লে অফে হিটম্যানের ব্যাট কতটা 'হিট' জানেন?
Image Credit source: IPL Website

Follow Us

চেন্নাই : আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষ। এ বার শুরু আসল লড়াই। এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট পাওয়া গিয়েছে। চিপকে কোয়ালিফায়ার ১ এ গুজরাট টাইটান্সকে হারিয়ে চলতি আইপিএলের প্রথম ফাইনালিস্ট হয়েছে চেন্নাই সুপার কিংস। আজ চিপকে রয়েছে এলিমিনেটর। মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। একটা দল প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে এগোচ্ছে। আর ১টা দল ক্যাবিনেটে ষষ্ঠ আইপিএল ট্রফি সাজানোর অপেক্ষায়। আইপিএলের সবচেয়ে সফল দল রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স। এ বার মুম্বইয়ের প্লে অফে ওঠা অনেকটা নির্ভর করছিল আরসিবির হারের উপর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আরসিবি গুজরাটের বিরুদ্ধে হেরে যাওয়ায় প্লে অফে উঠেছে মুম্বই। চলতি আইপিএলে রোহিত শর্মা ব্য়াট হাতে দুরন্ত ছন্দে নেই। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচে তিনি ৩১৩ রান করেছেন। গড় ২২.৩৬। স্ট্রাইকরেট ১৩৪.৩৩। আজ এলিমিনেটরে মুম্বইকে জেতাতে হলে হিটম্যানের ব্যাট হিট হতে হবে। আইপিএলের প্লে অফে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স কেমন জানেন? বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলের প্লে অফে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স –

আইপিএলের প্লে অফে রোহিত শর্মা ১৯টি ম্যাচে ২৯৭ রান করেছেন। তাঁর গড় ১৬.৫০। স্ট্রাইকরেট ১০৮.৭৯।

আইপিএলের প্লে অফে রোহিতের ক্যাপ্টেন্সি রেকর্ড –

আইপিএলের প্লে অফে রোহিত শর্মা ১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১০টিতে জিতেছে মুম্বই। জয়ের শতকরা হার ৭৬.৯২%।

চিপকে প্লে অফে রোহিত শর্মার রেকর্ড –

চিপকে এর আগে প্লে অফের দু’টি ম্যাচে খেলেছেন রোহিত শর্মা। চিপকে হিটম্যানের ব্যাট হিট হয়নি সেই দুই ম্যাচে। ২০১১ সালে আরসিবির বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-তে চিপকে ১৩ রান করেছিলেন রোহিত। এরপর ২০১৯ সালে সিএসকের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ এ মাত্র ৪ রান করেছিলেন রোহিত। ফলে প্লে অফে চিপক তাঁর জন্য এ বার পয়া হবে কিনা, তা সময়ই বলবে।

এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড –

৬ বার আইপিএলের ফাইনালে খেলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের সবচেয়ে সফল দল হলেও মুম্বই তিন বার এলিমিনেটরে খেলেছে। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম এলিমিনেটরে খেলেছিল মুম্বই। সেই ম্যাচে ৪ উইকেটে জিতেছিল মুম্বই। এরপর ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এলিমিনেটরে খেলেছিল মুম্বই। সেই ম্যাচে ৩৮ রানে হেরেছিল মুম্বই। এরপর ২০১৪ সালে ফের এলিমিনেটরে হেরেছিল মুম্বই। সে বার সিএসকের কাছে ৭ উইকেটে হেরেছিল মুম্বই।

 

Next Article