Rohit Sharma : ‘পাকিস্তানের কোন বোলারকে সামলানো কঠিন?’ রোহিতের প্রতিক্রিয়া দেখে হেসে খুন স্ত্রী
India vs Pakistan : ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
কলকাতা : আগামী সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর পর্যন্ত একাধিকবার বাইশ গজে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। প্রথমে রয়েছে এশিয়া কাপ। এরপর ঘরের মাঠে অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। সংখ্যাটা পাঁচ বা তার বেশিও হতে পারে। যদি মেন ইন ব্লু এবং মেন ইন গ্রিন এশিয়া কাপের ফাইনাল ও বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে জায়গা করে নিতে পারে। বাইশ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথের জন্য মুখিয়ে ক্রিকেট জগত। সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) জিজ্ঞেস করা হয়েছিল, ‘পাকিস্তানের সবচেয়ে টাফ বোলার কে?’ জবাবে কী বললেন রোহিত? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
সম্প্রতি আমেরিকায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে গিয়েছিলেন রোহিত। মঞ্চে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। স্ত্রী ঋতিকা সচদে বসেছিলেন দর্শকাসনের একেবারে সামনে। ‘পাকিস্তানের কঠিন বোলার’ প্রসঙ্গ উঠলে উত্তর দিতেই চাইলেন না হিটম্যান। বরং তাঁর প্রতিক্রিয়া দেখে হেসে লুটোপুটি খেলেন উপস্থিত সকলে। হিন্দিতে রোহিত বলে ওঠেন, “পাকিস্তান টিমের সবাই খুব ভালো। আমি বিশেষ কারও নাম নিতে চাই না। নাম নিলে আবার বড়সড় বিতর্ক শুরু হয়। পাকিস্তান টিমের সব পেসাররাই ভালো। কোনও একজনকে বেছে নিতে চাই না। এতে বিতর্ক তৈরি হবে।” রোহিতের প্রতিক্রিয়া দেখে দর্শকাসনে বসে থাকা ঋতিকাকে মুখ নীচু করে হাসতে দেখা যায়।
View this post on Instagram
তিনি আরও বলেন, “একজনের নাম নিলে অন্যজনের ভালো লাগে না। দ্বিতীয় জনের নাম করলে তৃতীয়জনের রাগ হয়। তাই সবাই ভালো।” আগামী ৩১ অগস্ট থেকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল- এই ছয়টি দল ২০২৩ এশিয়া কাপ খেতাবের জন্য ঝাঁপাবে।