AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: বিশাখাপত্তনমে জয় চাও? রোহিতকে তিনে নামাও, এমন পরামর্শ দিলেন কে?

India vs England: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ২ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট। বিশাখাপত্তনম টেস্টেই টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া। সিরিজ ১-১ করা এতটাও সহজ হবে না রোহিত শর্মার ভারতের জন্য। হায়দরাবাদ টেস্টের পর ভারতীয় শিবির জোড়া ধাক্কা খেয়েছে। একদিকে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর সঙ্গে দ্বিতীয় টেস্টে খেলা হবে না লোকেশ রাহুলেরও।

Rohit Sharma: বিশাখাপত্তনমে জয় চাও? রোহিতকে তিনে নামাও, এমন পরামর্শ দিলেন কে?
| Updated on: Jan 29, 2024 | 6:45 PM
Share

কলকাতা: দেশের মাটিতে নতুন বছরে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (India)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে হায়দরাবাদে ২৮ রানে টিম ইন্ডিয়া হারার পর স্বাভাবিক ভাবেই অনেকের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেঁড়া চলছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে অল্প পরিবর্তন দেখতে চান। সোশ্যাল মিডিয়া সাইট X এ ওয়াসিম জাফর ভারতীয় দলের জন্য তাঁর পরামর্শ দিয়েছেন। কী সেই পরামর্শ?

রোহিত শর্মা এবং যশস্বী গিল প্রথম টেস্টে দুই ইনিংসে ওপেনিংয়ে নেমেছিলেন। বিশাখাপত্তনমে হতে চলা ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে এই ওপেনিং জুটি দেখতে চাইছেন না জাফর। তিনি পরামর্শ দিচ্ছেন ওপেনিংয়ে নামানো হোক শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে। আর তিনে ব্যাটিংয়ে নামুক রোহিত শর্মা। তিনি এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘আমার মতে দ্বিতীয় টেস্টে গিল এবং জয়সওয়ালের ওপেন করা উচিত আর রোহিতের তিন নম্বরে ব্যাটিংয়ে নামা উচিত। ব্যাটিংয়ে নামার জন্য শুভমন যে অপেক্ষা করছে সেটা কাজে দিচ্ছে না। তার চেয়ে ভালো ইনিংসের সূচনা করুক ও। রোহিত সত্যিই স্পিনের বিরুদ্ধে ভালো খেলে, তাই আমার মনে হয় তিন নম্বরে ব্যাটিংয়ে নামার জন্য ওকে খুব বেশি চিন্তা করতে হবে না।’

সম্প্রতি শুভমন গিল তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। ওপেনিংয়ের জায়গায় ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নেমে শুভমন গত ৫টি টেস্টে হাফসেঞ্চুরিও করেননি। দেশ বিদেশের একাধিক ক্রিকেটার শুভমনের সাম্প্রতিক ফর্ম দেখে বলতে শুরু করেছেন, আদৌ তাঁর জন্য তিন নম্বর জায়গা কি উপযুক্ত? এখনও অবধি তাঁর যা পারফরম্যান্স, তাতে এ কথা জোর দিয়ে বলা যায় না যে তিন নম্বর জায়গা গিলের জন্য উপযুক্ত।

হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ২ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট। বিশাখাপত্তনম টেস্টেই টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া। সিরিজ ১-১ করা এতটাও সহজ হবে না রোহিত শর্মার ভারতের জন্য। হায়দরাবাদ টেস্টের পর ভারতীয় শিবির জোড়া ধাক্কা খেয়েছে। একদিকে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর সঙ্গে দ্বিতীয় টেস্টে খেলা হবে না লোকেশ রাহুলেরও।