কলকাতা: আইপিএল নিলামে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সকে নিয়ে যে ঘোর তৈরি হয়েছিল, এখন কেটেছে অনেকটাই। অজি পেসারদের দামের এভারেস্ট থেকে চোখ সরিয়ে পুরনো ইস্যুতে ফিরছে ভারতীয় ক্রিকেট। ফিরে আসছে সেই পুরনো আলোচনা, রোহিত শর্মা (Rohti Sharma) কি নীল জার্সিতে আদৌ খেলবেন? নিলামের দিনই মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা বলেছিলেন, রোহিত খেলবেন। তাঁর সম্মতিতেই ক্যাপ্টেন করা হয়েছে হার্দিককে। এই যুক্তি অনেকেই হজম করতে পারছেন না। বলা হচ্ছে, হার্দিককে মেনে নেওয়ার অর্থ হল, সাদা বলের ক্রিকেটে রোহিতের কেরিয়ার যে শেষ হয়ে এসেছে, মেনে নেওয়া। আইপিএল নিলামের পরদিন থেকেই শুরু হয়ে গিয়েছে ট্রেডিং। যা চলবে ডিসেম্বর মাস জুড়ে। এই সময় দুটো টিমের সম্মতিতে যে কোনও প্লেয়ার পুরনো টিম ছেড়ে যেতেই পারেন নতুন টিমে। প্রশ্ন হল, রোহিত কি যাবেন?
রোহিত মুম্বই ছাড়বেন না, মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি নিলামে বসেই বলে দিয়েছিলেন। এই প্রথম আইপিএলের নিলামে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেখানেই মুম্বইয়ের একঝাঁক দর্শক চিৎকার দাবি তুলেছিলেন, রোহিতকে ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে নেওয়া হোক। তার জবাবে আবার আকাশ হেসে বলেছিলেন, ‘চিন্তা করো না, মুম্বইয়ের হয়েই ব্যাট করবে রোহিত।’ তাতেও কি চিন্তা কমছে। কমার সম্ভাবনাও নাকি দেখা যাচ্ছে না। যে ন্নাই সুপার কিংস ফেয়ারওয়েল দিয়েছিল রোহিতকে, সেখানেই নাকি যাচ্ছেন তিনি। আগামী আইপিএলের সময় ৪৩ বছর বয়স হবে ধোনির। যদিও গতবার টিমকে আইপিএল জিতিয়েছেন, তার পরও ধোনি যে অনন্তকাল আইপিএল খেলতে পারবেন না, ভালোই জানে টিম ম্যানেজমেন্ট। রোহিতের চেন্নাইয়ে যোগ দেওয়া মানে পরবর্তী ৪-৫ বছরের জন্য নতুন নেতা খুঁজতে হবে না। সেই সঙ্গে ধোনিও টিম ম্যানেজমেন্টের অংশ হয়ে থাকবে পারবেন।
গুঞ্জন যখন বাড়ছে, তখন সিএসকের সিইও কাশী বিশ্বনাথ দুবাইয়ে বলে বলেছেন, ‘আমরা সাধারণত ট্রেড করি না। এটাও মাথায় রাখতে হবে, রোহিতের পরিবর্তে ট্রেড করার মতো প্লেয়ার আমাদের হাতে নেই। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেডিং জাতীয় কোনও সম্পর্কই কিন্তু আমরা শুরু করিনি। সে ইচ্ছেও নেই।’ আইপিএল বা দলবদলের বাজার সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁরা জানেন, ট্রেডিং নিয়ে আগাম কিছু বলা মুশকিল। কোন প্লেয়ারকে কখন তোলা হবে, তা আগাম বলা যায় না। রোহিত সম্পর্কে আগ্রহী হলে চেন্নাই প্রকাশ্যে তা নিয়ে মন্তব্য করবে, মনে হয় না।
একটা যুক্তি রোহিত মুম্বই ছাড়ার পিছনে খুব জোরালো ভাবে কাজ করছে। হার্দিককে ক্যাপ্টেন করায় মুম্বই ড্রেসিংরুম দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। হার্দিকের পক্ষে তরুণ ক্রিকেটাররা থাকছেন। কিন্তু টিমের অধিকাংশ সিনিয়রই থাকছেন রোহিতের পক্ষে। আর তাই ট্রেডিংয়ের মার্কেট ওপেন হতেই রোহিতকে ঘিরে নানা সম্ভাবনা, অঙ্ক ঘুরতে শুরু করেছে।