মুম্বই : দেখতে দেখতে ৩৫টা বসন্ত পার করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আজ ৩০ এপ্রিল, হিটম্যানের জন্মদিন (Birthday)। ৩৬ এ পা দিলেন রোহিত গুরুনাথ শর্মা। বর্তমানে তিনি চলতি আইপিএলে (IPL 2023) ব্যস্ত। মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রোহিতের। তাঁর ছেলেবেলা কেটেছে চরম দারিদ্রতায়। বাবা গুরুনাথ শর্মা কেয়ার টেকার ছিলেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হয়ে হয়েছিল রোহিতের বাবাকে। একটা সময় রোহিত ও তাঁর ভাই বিশাল দাদু-দিদার কাছে থাকতেন। অতীতে ক্রিকেট কিটব্যাগ কেনার সামর্থটুকুও ছিল না রোহিতের। সেই তিনিই এখন বিশ্বক্রিকেটে নিজের ছাপ রেখে চলেছেন। তরুণ রোহিত এক সময় বাড়ি বাড়ি গিয়ে দুধের প্যাকেটও বিলি করতেন, তা থেকে যে টাকা জমতো তা দিয়ে তিনি ক্রিকেট কিটব্যাগ কিনতেন। এই জন্যই বলে, পরিশ্রম করে যাও ফলের আশা করো না। এক সময় রোহিত কঠোর পরিশ্রম করেছেন। আজ তাই তাঁকে পুরো বিশ্ব হিটম্যান নামে চেনে। রোহিতের ক্রিকেট কেরিয়ারও বেশ রোমাঞ্চকর। বোলার হয়ে ক্রিকেট যাত্রা শুরু করলেও, আজ তিনি বিশ্বমানের ব্যাটারে পরিণত হয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে তাঁর ৩৬তম জন্মদিনে ফিরে দেখা কেরিয়ারের সেরা ৫টি রেকর্ড…
১) আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে (২৬৪ রান)। এটি একটি বিশ্ব রেকর্ড। যা এখনও অবধি কোনও আন্তর্জাতিক ক্রিকেটার ভাঙতে পারেননি।
২) ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত শর্মা মোট ৫টি সেঞ্চুরি করেছিলেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার রোহিত, যিনি একটি বিশ্বকাপে এতগুলি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন।
৩) ওডিআই ক্রিকেটে এক ইনিংসে সব থেকে বেশি চার ও ছয় মারার রেকর্ডও রয়েছে হিটম্যানের ঝুলিতে। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলকাতায় ২৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। ১৭৩ বলের ওই ইনিংস সাজানো ছিল ৩৩টি চার ও ৯টি ছয় দিয়ে।
৪) আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরির রেকর্ড রয়েছে রোহিতের নামে (টেস্টে ৮টি শতরান, ওয়ান ডে-তে ২৯টি শতরান ও টি-২০ ক্রিকেটে ৪টি শতরান)।
৫) দেশের জার্সিতে রোহিত শর্মা উজ্জ্বল তো বটেনই। পাশাপাশি আইপিএলের সব থেকে সফল অধিনায়কও তিনি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।