Rohit Sharma : ‘কই জাডেজার কথা বললেন না?’ টি ২০ কেরিয়ারের প্রশ্নে পাল্টা জবাব রোহিতের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 11, 2023 | 1:55 PM

রোহিত শর্মার কাছে তাঁর এবং বিরাট কোহলির টি ২০ কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাব দিয়েছেন রোহিত, একইসঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিককে পাল্টা প্রশ্নও করেছেন তিনি।

Rohit Sharma : কই জাডেজার কথা বললেন না? টি ২০ কেরিয়ারের প্রশ্নে পাল্টা জবাব রোহিতের

Follow Us

মুম্বই : ওডিআই বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময়। ক্রিকেট সমর্থক থেকে সংবাদমাধ্যমের যাবতীয় ফোকাস সেদিকেই। তার মধ্যেও রোহিত শর্মা ও বিরাট কোহলির টি ২০ কেরিয়ার (T20 Cricket) নিয়ে প্রশ্ন ওঠা বন্ধ হয়নি। সম্প্রতি একটি ইভেন্টে রোহিতকে (Rohit Sharma) ফের এই বিষয়ে প্রশ্ন করা হয়। যার উত্তর দিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। একইসঙ্গে প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়া হয়েছে। সিনিয়র ক্রিকেটারদের কেউ টিমে নেই। গতবছর টি ২০ বিশ্বকাপের পর থেকে কুড়ি বিশে রোহিত, বিরাটদের (Virat Kohli) দেখা মেলে না। তাহলে কি টি ২০তে বিরাট রোহিতদের কেরিয়ারের শেষ এখানেই? প্রশ্ন শুনে চিড়বিড় করে ওঠেন রোহিত। ওই সাংবাদিককে পাল্টা জিজ্ঞেস করেন, “কই আপনি তো জাডেজার কথা জিজ্ঞেস করলেন না। ও তো খেলছে না!” বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

রোহিত বলেছেন, ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে বছর দুয়েক আগেই পরিকল্পনা করা হয়েছিল। সেই প্ল্যান অনুযায়ী চলছেন। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, “গতবছরও আমরা এটাই করেছিলাম। টি ২০ বিশ্বকাপ ছিল, তাই ওডিআই ক্রিকেট বেশি খেলিনি। এখনও সেটাই করছি। ওডিআই বিশ্বকাপ রয়েছে সামনে তাই টি ২০তে খেলছি না। আপনি সবকিছু একসঙ্গে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারবেন না। এই পরিকল্পনাগুলো দু’বছর আগেই করে ফেলেছি।” এরপর রোহিত পাল্টা জিজ্ঞাসা করেন,  “রবীন্দ্র জাডেজা এখন টি ২০ খেলছেন না। আপনি তাঁকে নিয়ে প্রশ্ন করলেন না।ফোকাস আমাদের (তাঁর এবং কোহলি) দিকে সেটা খুব ভালোভাবেই বুঝেছি। কিন্তু জাডেজাও তো খেলছে না। সেই বিষয়ে তো প্রশ্ন করলেন না।”

২০২২ সালের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল ভারত। তারপর থেকে টি ২০ ফরম্যাটে দেখা যায় না রোহিত শর্মা, বিরাট কোহলিদের। টি ২০তে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। কিছুদিন আগে নিউইয়র্কে নিজের অ্যাকাডেমির উদ্বোধনে গিয়ে রোহিত জানান, ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

Next Article