Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘কে বিরাট কোহলি?’ বিশ্বের সেরা ক্রিকেটারকে চিনতেই পারলেন না রোনাল্ডো!

Watch Video: বিরাট কোহলির (Virat Kohli) খ্যাতি ছড়িয়ে দেশে-বিদেশে। ভারতীয়রা এক ডাকে বিরাট কোহলিকে চেনেন। বিদেশিদের মধ্যেও কোহলির অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তিনি কিংবদন্তি। বিশ্বের সেরা ক্রিকেটারকে অবশ্য চিনতেই পারলেন না রোনাল্ডো (Ronaldo)। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় ছিলেন বিরাট। সেখানে কেপটাউন টেস্টে খেলার পর দেশে ফিরেছেন বিরাট। আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে এ বার তাঁকে খেলতে দেখা যাবে।

Virat Kohli: 'কে বিরাট কোহলি?' বিশ্বের সেরা ক্রিকেটারকে চিনতেই পারলেন না রোনাল্ডো!
'কে বিরাট কোহলি?' বিশ্বের সেরা ক্রিকেটারকে চিনতেই পারলেন না রোনাল্ডো!Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 3:55 PM

নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) খ্যাতি ছড়িয়ে দেশে-বিদেশে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এক ডাকে বিরাট কোহলিকে চেনেন। বিদেশিদের মধ্যেও কোহলির অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তিনি কিংবদন্তি। বিশ্বের সেরা ক্রিকেটারকে অবশ্য চিনতেই পারলেন না কিংবদন্তি রোনাল্ডো (Ronaldo)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট X-এ এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জনপ্রিয় ইউটিউবার স্পিড ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোকে প্রশ্ন করেন, তিনি বিরাট কোহলিকে চেনেন কিনা? এই প্রশ্ন শুনে ঠিক কী বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলিকে এক নামে চেনেন, এই তালিকায় দেশ-বিদেশের একাধিক ক্রীড়াবিদ রয়েছেন। কিন্তু এ বার কিং কোহলির নাম শুনে তাঁকে চিনতে পারলেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি। এক ঝলকে দেখে নিন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনাল্ডো নাজারিও ও জনপ্রিয় ইউটিউবার স্পিডের সেই কথোপকথন, যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে —

ইউটিউবার – আপনি কি বিরাট কোহলিকে চেনেন?

রোনাল্ডো – কে?

ইউটিউবার – বিরাট কোহলি, ভারত থেকে।

রোনাল্ডো – না।

ইউটিউবার – আপনি বিরাট কোহলিকে চেনেন না?

রোনাল্ডো – সে কে? একজন প্লেয়ার?

ইউটিউবার – ও একজন ক্রিকেটার।

রোনাল্ডো – ও তা হলে এখানে অতটা জনপ্রিয় নয়।

ইউটিউবার – হ্যাঁ হ্যাঁ, ও সেরা। বাবর আজমের মতো। আপনি কি ওকে কখনও দেখেননি? (এই বলে স্পিড ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোকে মোবাইল থেকে বিরাট কোহলির ছবি দেখান)

রোনাল্ডো – হ্যাঁ (বিরাট কোহলির ছবি দেখার পর হাসতে হাসতে রোনাল্ডো সম্মতি জানান যে, তিনি তাঁকে চেনেন।)

দেখে নিন নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো —

২০২৩ সালের শেষ ও ২০২৪ এর শুরুটা বিরাট কোহলির কেটেছিল দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দেশে ফিরে আসেন বিরাট কোহলি। এ বার তাঁকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে। অবশ্য আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলবেন না কোহলি। তিনি দ্বিতীয় টি-২০ ম্যাচে ফিরতে পারেন।