ICC World Cup, Team India: আজ যাই হোক, বিশ্বকাপে ভারতই ফেভারিট! মত কিউয়ি কিংবদন্তির
ICC World Cup 2023, IND vs NZ Ross Taylor: আইসিসি টুর্নামেন্ট এবং ভারত। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছেই হার। আরও একটা আইসিসি টুর্নামেন্ট, ধরমশালার পরিস্থিতি, নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার জন্য যথেষ্ঠ। যদিও নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলরের মত, এই ম্যাচের ফল যাই হোক, বিশ্বকাপ জেতার বিষয়ে ফেভারিট ভারতই।

বিশ্বকাপে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। লিগ পর্বে ভারতের সবচেয়ে কঠিন ম্যাচও মনে করছেন অনেকেই। আইসিসি টুর্নামেন্ট এবং ভারত। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছেই হার। আরও একটা আইসিসি টুর্নামেন্ট, ধরমশালার পরিস্থিতি, নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার জন্য যথেষ্ঠ। যদিও নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলরের মত, এই ম্যাচের ফল যাই হোক, বিশ্বকাপ জেতার বিষয়ে ফেভারিট ভারতই। আইসিসির কলামে রস টেলর আর যা লিখেছেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই ম্যাচে বিশেষজ্ঞ হিসেবে থাকবেন রস টেলর। শুক্রবারই ধরমশালায় পৌঁছে গিয়েছেন। তাঁর মতে, দুই অপরাজিত দলের রুদ্ধশ্বাস লড়াই দেখা যাবে। টেলর লিখেছেন, ‘নিউজিল্যান্ড এখনও অবধি আনন্দ দেওয়ার মতো পারফর্ম করেছে। আমি সত্যিই মুগ্ধ। দুর্দান্ত খেলছে। প্রথম ম্যাচটা আমার কাছে চমকে দেওয়ার মতোই ছিল। ইংল্যান্ডকে হারিয়েছে বলে নয়, কিন্তু যে ভাবে হারিয়েছে, সত্যিই অবাক লেগেছিল। এখনও অবধি আফগানিস্তানের বিরুদ্ধে ৫-১০ ওভারের জন্য চাপে দেখিয়েছিল নিউজিল্যান্ডকে। এ ছাড়া সব ম্যাচেই দাপট ছিল।’
নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার ভারতীয় দল প্রসঙ্গে লিখেছেন, ‘ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য। সুতরাং, ভারতীয় দল যে ভাবে পারফর্ম করছে তাতে অবাক হওয়ার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি, ধরমশালা ম্যাচের ফল যাই হোক, চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে ভারতই ফেভারিট। জসপ্রীত বুমরা বোলিং আক্রমণকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। তেমনি কুলদীপ-জাডেজা অনবদ্য বোলিং করছে। ভারতের টপ থ্রি ব্যাটার দীর্ঘ সময় ধরেই দুর্দান্ত পারফর্ম করছে। টপ থ্রি প্রতি ম্যাচেই সাফল্য পাবে, এমন প্রত্যাশা না করাই ভালো, তবে চার ও পাঁচে শ্রেয়স-রাহুল থাকায় দুর্দান্ত কম্বিনেশন রয়েছে ভারতের।’
এই ম্যাচে ভারতকে চাপে ফেলার জন্য দ্রুত উইকেট প্রয়োজন বলেই মনে করেন রস টেলর। টপ অর্ডার ব্যর্থ হলে মিডল অর্ডার চাপে পড়তে বাধ্য। তবে ঘরের মাঠে সমর্থনের সামনে টিম ইন্ডিয়াকে চাপে ফেলা যে খুবই কঠিন, স্বীকার করে নিচ্ছেন টেলর।





