RCB vs GT : শুভমনের উইকেটটা পেলে…! আক্ষেপ আরসিবির

Royal Challengers Bangalore vs Gujarat Titans Post Match : আরসিবি ইনিংসে বিরাট কোহলি একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। সেই অর্থে সাহায্য পেলেন না। শুভমন গিলের সঙ্গে বিজয় শঙ্কর ১২৩ রানের জুটি গড়েন।

RCB vs GT : শুভমনের উইকেটটা পেলে…! আক্ষেপ আরসিবির
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 4:17 AM

দীপঙ্কর ঘোষাল : কিং কোহলি, প্রিন্স শুভমন। চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটান্স ম্যাচ যেন শেষ অবধি এমনটাই হয়ে দাঁড়াল। সুপার সানডেতে তিনটি সেঞ্চুরি আইপিএলে। ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেন মুম্বইয়ের তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে আকর্ষণ বাড়াল দিনের দ্বিতীয় ম্যাচ। আইপিএলে এ মরসুমেই প্রথম বার একই ম্যাচে দু-দলের কেউ সেঞ্চুরি করেছেন। সানরাইজার্স বনাম আরসিবি ম্যাচে হেনরিখ ক্লাসেন ও বিরাট কোহলি শতরান করেছিলেন। তেমনই আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও শুভমন গিল। আগের ম্যাচে বিরাটের শতরানে জিতেছিল আরসিবি, এ বার শুভমনের শতরানে জিতল গুজরাট। তাদের জয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে আরসিবি। প্লে-অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি শিবিরে আক্ষেপ একটাই, শুভমনের উইকেটটা যদি নেওয়া যেত…। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বোর্ডে ১৯৮ রানের লক্ষ্য। ১৯.১ ওভারেই লক্ষ্য পূরণ গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। অপরাজিত ১০৪ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শুভমন। ম্যাচ শেষে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেন, ‘অবশ্যই খুবই হতাশার রেজাল্ট আমাদের জন্য। প্রতিপক্ষ খুবই শক্তিশালী দল। শুভমন গিল দুর্দান্ত একটা ইনিংস খেলল। শুরুতে মনে হয়েছিল, ১৯৫-২০০ স্কোর এই পিচে যথেষ্ঠ হবে। আমাদের শুভমনের উইকেটটা প্রয়োজন ছিল।’ আরসিবির ব্যাটিংয়ে গত মরসুমে ফিনিশারের ভূমিকায় নজর কেড়েছিলেন দীনেশ কার্তিক। এ বার তাঁর অবদান নেই বললেই চলে। আরও সহজ করে বললে, আরসিবির টপ থ্রি ছাড়া কেউই ধারাবাহিকতা দেখাতে পারেনি। সেই আক্ষেপও ফাফ ডুপ্লেসির গলায়।

আরসিবি ইনিংসে বিরাট কোহলি একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। সেই অর্থে সাহায্য পেলেন না। শুভমন গিলের সঙ্গে বিজয় শঙ্কর ১২৩ রানের জুটি গড়েন। বিরাটের সঙ্গে জুটি বলতে ডুপ্লেসি, মাইকেল ব্রেসওয়েল এবং অনুজ রাওয়াত। সবই ৬০-র ঘরে। অবদানও বেশি বিরাটেরই। গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা ছন্দ ধরে রাখতে চেয়েছিলাম। লিগ পর্ব ভালো ভাবে শেষ করতে চেয়েছিলাম। একজন বোলারের দৃষ্টিভঙ্গিতে বলতে পারি, শুভমন গিল কাউকে সুযোগ দেয় না। ওর ব্যাটিংয়ে বাকি ব্যাটাররাও আত্মবিশ্বাস পায়। বিরাট কোহলিও স্পেশাল ইনিংস খেলেছে। তবে ম্যাচ জিতে লিগ পর্ব শেষ করেছি, এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করতে পারি! সমস্ত কৃতিত্ব দলের।’