RR, IPL 2022 Auction: দেখুন মেগা নিলামের আসরে পিঙ্ক আর্মি কেমন দল সাজাল

Rajasthan Royals Auction Players : নিলামের দ্বিতীয় দিন দলে যোগ দিলেন সাইনি-মিচেল-ডুসেনরা।

RR, IPL 2022 Auction: দেখুন মেগা নিলামের আসরে পিঙ্ক আর্মি কেমন দল সাজাল
রাজস্থান রয়্যালস

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 13, 2022 | 10:10 PM

বেঙ্গালুরু: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Auction LIVE) দলকে ঢেলে সাজানোর স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্টের মতো সব বড় তারকাকে কিনেছে সঞ্জু স্যামসনের দল। ব্যাটিং লাইনআপ শক্তিশালী করার জন্য শিমরন হেটমায়ার ও দেবদত্ত পাডিক্কলকেও যোগ করল পিঙ্ক সিটির দল। পাশাপাশি হল রিয়ান পরাগের কামব্যাকও। ৬২ কোটি টাকা নিয়ে নিলাম টেবলে বসেছিল রাজস্থান। বিভিন্ন দিক বিবেচনা করে এক এক প্লেয়ারকে নির্বাচন করেছে রাজস্থানের থিঙ্ক ট্যাঙ্ক। দ্বিতীয় দিনের শেষে মোট ২৪ ক্রিকেটার এসেছে রাজস্থানে। বলা যায় বেশ ভালো দল গড়েছে রাজস্থান। দুই ভালো স্পিনার যুজি চাহাল ও অশ্বিনের পাশাপাশি কৃষ্ণ, বোল্ট, সাইনিও বল হাতে কামাল দেখাবেন। হেটমায়ার, পাড়িক্কাল রয়েছেন পাওয়ার হিটার হিসেবে।

ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে দেল পেতে মুম্বই ও রাজস্থানের তুমুল লড়াই হল। ৭ কোটি দাম ওঠার পর আসরে নামে সানরাইজার্স। তবে ২ কোটি টাকা বেস প্রাইস থেকে ৮ কোটি টাকায় তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ, মুম্বই ও রাজস্থানের টানটান লড়াই হয় নভদীপ সাইনির জন্য। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইজ থেকে ২ কোটি ৬০ টাকায় নভদীপ সাইনি এলেন রাজস্থান রয়্যালসে। আইপিএল নিলামে বোলারদের দুরন্ত ছন্দ ধরে রাখলেন ভারতীয় তরুণ পেসার নভদীপ সাইনি। তবে বাঁ-হাতি ভারতীয় পেসার চেতন সাকারিয়ারর জন্য বিরাটের বেঙ্গালুরু, ঋষভের দিল্লি ও সঞ্জুর রাজস্থানের মধ্যে টানটান লড়াই হল। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ৪ কোটি ২০ লক্ষা টাকায় দিল্লি ক্যাপিটালসে চলে গেলেন চেতন সাকারিয়া।

এ বারের রিটেনশনে কাদের ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস –

১) সঞ্জু স্যামসন – ১৪ কোটি

২) জস বাটলার – ১০ কোটি

৩) যশস্বী জসওয়াল – ৪ কোটি

প্রথম দিনের আইপিএল নিলামে কাদের কিনল রাজস্থান রয়্যালস –

১) রবিচন্দ্রন অশ্বিন – ৫ কোটি

২) ট্রেন্ট বোল্ট – ৮ কোটি

৩) শিমরন হেটমায়ার – ৮ কোটি ৫ লক্ষ

৪) দেবদত্ত পাড়িক্কাল – ৭ কোটি ৭৫ লক্ষ

৫) প্রসিধ কৃষ্ণ – ১০ কোটি

৬) যুজবেন্দ্র চাহাল – ৬ কোটি ৫ লক্ষ

৭) রিয়ান পরাগ – ৩ কোটি ৮ লক্ষ

৮) কেসি চারিপ্পা – ৩০ লক্ষ

৯) নভদীপ সাইনি – ২ কোটি ৬০ লক্ষ

১০) অনুনয় সিং – ২০ লক্ষ

১১) কুলদীপ সেন – ২০ লক্ষ

১২) করুণ নায়ার – ১ কোটি ৪০ লক্ষ

১৩) ধ্রুব জুরেল – ২০ লক্ষ

১৪) তেজস বারোকা – ২০ লক্ষ

১৫) কুলদীপ যাদব – ২০ লক্ষ

১৬) শুভম ঘরওয়াল – ২০ লক্ষ

১৭) জেমস নিশাম – ১ কোটি ৫০ লক্ষ

১৮) নাথান কুল্টার-নাইল – ২ কোটি

১৯) রাসি ভ্যান দার দুসেন – ১ কোটি

২০) ড্যারিল মিচেল – ৭৫ লক্ষ

দ্বিতীয় দিনের জন্য রাজস্থানের ঝুলিতে ছিল ১২ কোটি ১৫ লক্ষ টাকা। প্রথম দিন মোট আট প্লেয়ারের পিছনে টাকা খরচ করলেও, যথেষ্ট ভালো দল গড়ে ফেলেছিলেন কুমার সঙ্গাকারারা। আরসিবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেবদত্ত পাড়িক্কালকে কিনে নিয়েছে রাজস্থান। ওপেনিংয়ে পাড়িক্কাল দুরন্ত পারফর্ম করেছিলেন আরসিবির জার্সিতে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। সেই কৃষ্ণা গত মরসুমে কেকেআরের হয়ে খেলেছিলেন। ১ কোটি বেস প্রাইস থাকলেও এ বার তাঁকে ১০ কোটি টাকায় কিনল রাজস্থান। অশ্বিন, চাহাল, বোল্ট, রিয়ান দলে আসায় বোলিং বিভাগ বেশ মজবুত হল গোলাপি শহরের দলের।

আরও পড়ুন: KKR, IPL 2022 Auction: রাহানে এলেন, নিলামের দ্বিতীয় দিন চমক নেই কলকাতায়