RR vs DC, IPL 2021 Match 7 Result: রাজস্থানের জয়ের নায়ক আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মরিস

Apr 15, 2021 | 11:31 PM

RR vs DC Live Score in Bengali: রাজস্থান রয়্যালস (Rajastan Royals) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RR vs DC, IPL 2021 Match 7 Result: রাজস্থানের জয়ের নায়ক আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মরিস

Follow Us

মুম্বইয়ে আজ আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি দুই তরুণ অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ঋষভ পন্থ বনাম রাজস্থান রয়্যালসের (Rajastan Royals) সঞ্জু স্যামসন। টসে জিতে পন্থদের প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক সঞ্জু। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ (৫১)। ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেটে জয় তুলে নিল সঞ্জু স্যামসনরা। ২ বল বাকি থাকতেই জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। শেষের দিকে ১৮ বলে ৩৬ রান তুলে ম্যাচ জেতালেন ডেভিড মিলার। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান করেছেন ডেভিড মিলার (৬২)।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Apr 2021 11:16 PM (IST)

    পন্থদের হারিয়ে ২ পয়েন্ট তুলে নিল সঞ্জুরা

    ২ বল বাকি থাকতেই জয় তুলে নিল রাজস্থান রয়্যালস।

  • 15 Apr 2021 11:01 PM (IST)

    বাকি মাত্র তিন ওভার

    রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ৩৪ রান।


  • 15 Apr 2021 10:50 PM (IST)

    মিলারকে ফেরালেন আভেশ

    পরপর দুই ছক্কা মারার পর আউট হলেন ডেভিড মিলার। ৬২ রান করে মাঠ ছাড়লেন মিলার।

  • 15 Apr 2021 10:45 PM (IST)

    মিলারের হাফ সেঞ্চুরি

    ৪০ বলে ডেভিড মিলানের হাফ সেঞ্চুরি পূর্ণ হল। আইপিএলের কেরিয়ারে মিলারের দশম হাফ সেঞ্চুরি।

  • 15 Apr 2021 10:43 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ৯০/৬

    এই ওভার থেকে এসেছে ৫ রান ও এক উইকেট।

  • 15 Apr 2021 10:42 PM (IST)

    তেওয়াটিয়ার উইকেট হারাল রাজস্থান

    ১৯ রান করে মাঠ ছাড়লেন রাহুল তেওয়াটিয়া।

  • 15 Apr 2021 10:34 PM (IST)

    ১৪ ওভারে মিলারের হ্যাটট্রিক

    ডেভিড মিলার ১৪ ওভারে তিনটি চার মেরেছেন। রাজস্থানের স্কোর ৫ উইকেটে ৭৩।

  • 15 Apr 2021 10:20 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৫২/৫

    ক্রিজে ডেভিড মালান ও রাহুল তেওয়াটিয়া।

  • 15 Apr 2021 10:19 PM (IST)

    রাজস্থানের ৫০ রান পূর্ণ

    ৯.৫ ওভারে রাজস্থান রয়্যালসের দলগত ৫০ রান পূর্ণ।

  • 15 Apr 2021 10:16 PM (IST)

    ফের সফল আভেশ

    মাত্র ২ রান করে ফিরে গেলেন রিয়ান পরাগ।

  • 15 Apr 2021 10:06 PM (IST)

    আভেশ ফেরালেন শিবমকে

    মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন শিবম দুবে।

  • 15 Apr 2021 09:56 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ২১/৩

    প্রথম ৫ ওভারে সফল দিল্লি।

  • 15 Apr 2021 09:49 PM (IST)

    অধিনায়ক সঞ্জুকে ফেরালেন রাবাডা

    ৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 15 Apr 2021 09:47 PM (IST)

    বাটলারকে ফেরালেন ক্রিস ওকস

    মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন জস বাটলার।

  • 15 Apr 2021 09:44 PM (IST)

    আউট মনন ভোরা

    ক্রিস ওকসের বলে ৯ রান করে মাঠ ছাড়লেন মনন ভোরা। কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মনন।

  • 15 Apr 2021 09:33 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও মনন ভোরা।

  • 15 Apr 2021 09:17 PM (IST)

    রাজস্থানের টার্গেট ১৪৮

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

  • 15 Apr 2021 09:07 PM (IST)

    মুস্তাফিজুরের বলে আউট টম কারান

    ২১ রান করে মাঠ ছাড়লেন টম কারান

  • 15 Apr 2021 08:48 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১০২/৬

    এই ওভার থেকে এসেছে ৭ রান ও এক উইকেট।

  • 15 Apr 2021 08:48 PM (IST)

    মরিসের বলে আউট ললিত

    ২০ রান করে ফিরলেন ললিত যাদব।

  • 15 Apr 2021 08:46 PM (IST)

    দিল্লির শতরান পূর্ণ

    ১৪.৩ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল।

  • 15 Apr 2021 08:41 PM (IST)

    রিয়ান পরাগ ফেরালেন পন্থকে

    ৫১ রান করে মাঠ ছাড়লেন দিল্লি অধিনায়ক

  • 15 Apr 2021 08:35 PM (IST)

    পন্থের হাফ সেঞ্চুরি

    ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ।

  • 15 Apr 2021 08:26 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৫৭/৪

    ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও ললিত যাদব। পন্থ ব্যাটিং করছেন ২৫ রানে। ললিত রয়েছেন ১০ রানে।

  • 15 Apr 2021 08:16 PM (IST)

    দিল্লির ৫০ রান পূর্ণ

    ৮.১ ওভারে দিল্লি দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 15 Apr 2021 08:07 PM (IST)

    স্টোয়নিসের উইকেট হারাল দিল্লি

    মুস্তাফিজুর রহমানের বলে আউট হলেন মার্কাস স্টোয়নিস। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 15 Apr 2021 08:01 PM (IST)

    শেষ পাওয়ার প্লে

    পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৬ ওভারে দিল্লির স্কোর ৩৬/৩

  • 15 Apr 2021 08:00 PM (IST)

    উনাদকটের হ্যাটট্রিক

    আজিঙ্কা রাহানের উইকেট নিলেন জয়দেব উনাদকট। ৮ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 15 Apr 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৩১/১

    প্রথম ৫ ওভারে সফল দিল্লি। ২ উইকেট হারিয়ে দিল্লির স্কোর ৩১। ক্রিজে রয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও আজিঙ্কা রাহানে।

  • 15 Apr 2021 07:46 PM (IST)

    ধাওয়ানের উইকেট নিলেন উনাদকট

    ৯ রান করে মাঠ ছাড়লেন দিল্লির ওপেনার শিখর ধাওয়ান।

  • 15 Apr 2021 07:40 PM (IST)

    আউট পৃথ্বী শ

    জয়দেব উনাদকট ফেরালেন দিল্লির ওপেনার পৃথ্বী শ-কে। ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 15 Apr 2021 07:38 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নেমেছেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান।

  • 15 Apr 2021 07:15 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: মনন ভোরা, জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকট, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, ডেভিড মিলার, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

     

  • 15 Apr 2021 07:13 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), আজিঙ্কা রাহানে, ললিত যাদব, মার্কাস স্টোয়নিস, ক্রিস ওকস, টম কারান, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আভেশ খান।

     

  • 15 Apr 2021 07:07 PM (IST)

    ললিত যাদবের অভিষেক

    রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে অভিষেক হল ললিত যাদবের।

  • 15 Apr 2021 07:04 PM (IST)

    টসে জিতল রাজস্থান

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন সঞ্জু স্যামসন।

  • 15 Apr 2021 06:44 PM (IST)

    সেয়ানে সেয়ানে রাজস্থান-দিল্লি

    আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখনও পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটাসল। দুটি দলই ১১ বার করে জিতেছে। আজ কোন দল এগিয়ে যাবে নজর থাকবে সেই দিকেই।