
মুম্বই: আজ আইপিএলের (IPL 2022) ২৪তম ম্যাচে নভি মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। দুটো দলই চারটি ম্যাচ খেলে তিনটি জয় ঝুলিতে নিয়ে মাঠে নেমেছিল। আজ যে দল জিতবে তারাই একক ভাবে শীর্ষে উঠতে পারবে লিগ টেবিলের। এটাই ছিল সহজ অঙ্ক। তবে রাজস্থানের কাজটা কঠিন হল যখন ট্রেন্ট বোল্ট চোটের জন্য মাঠে নামতে পারেলন না। গুজরাত টাইটান্সও জোড়া পরিবর্তন নিয়ে মাঠে নামে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে গুজরাত টাইটান্স। ক্যাপ্টেন পান্ডিয়ার ব্যাটে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান বোর্ডে তোলে টাইটান্সরা। ৫২ বলে ৮৭ হার্দিকের। সঙ্গ দেন মিলার ও অভিনব। জাবাবে ব্যাট হাতে বাটলার ঝড় তুললেও একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় রাজস্থান। ২৪ বলে ৫৪ রানের ইনিংস বাটলারের। কিন্তু বাকিরা চাপ নিতে পারলেন না। ৩৭ রানে ম্যাচে জিতে পাঁচ থেকে একে উঠে এল গুজরাত টাইটান্স।
১৯২/৪ (২০)
১৫৫/৯ (২০)
৩৭ রানে ম্যাচ জিতে লিগ শীর্ষে গুজরাত টাইটান্স। অভিষেক ম্যাচে ৩ উইকেট যশ দয়ালের।
৩০ বলে ম্যাচ জিততে চাই ৬৩ রান রয়্যালসদের
আউট হেটমায়ার। চাপে রাজস্থান।
শেষ ৬০ বলে চাই ১০৪ রান। ক্রিজে রাসি ও হেটমায়ার
আরও একটি উইকেট হারিয়ে চাপে রাজস্থান। এ বার আউট রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
পাওয়াপ প্লে-র শেষ ওভারে অশ্বিন ও বাটলারের উইকেট হারাল রাজস্থান। ২৪ বলে ৫৪ রান করে আউট বাটলার। শেষ ৮৪ বলে ম্যাচ জিততে সঞ্জুদের চাই ১২৮ রান।
প্রথম উইকেট হারাল রাজস্থান। অভিষেক ওভারেই দেবদত্তের উইকেট নিলেন যশ দয়াল।
দুরন্ত শুরু জস বাটলারের। প্রথম ওভারে মারলেন ৩টি চার
শেষ গুজরাত টাইটান্সের ইনিংস। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৯২ রান টাইটান্সের।
হার্দিক ৮৭*
অভিনব ৪৩
মিলার ৩১*
২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট অভিনব মনোহর। উইকেট নিলেন চাহাল।
দুরন্ত ছন্দে গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪০ বলে ৬৬ রানে অপরাজিত হার্দিক
গুজরাত ইনিংসের ১০ ওভার শেষ। সামনে থেকে দলের ব্যাটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। অপরাজিত ৩৪ রানে।
তৃতীয় উইকেট হারাল গুজরাত টাইটান্স, আউট শুভমন গিল
পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪৮ রান গুজরাত টাইটান্সের। ক্রিজে হার্দিক ও শুভমন।
দ্বিতীয় উইকেট হারাল গুজরাত টাইটান্স। কুলদীপের বলে আউট বিজয় শঙ্কর।
প্রথম উইকেট হারাল গুজরাত টাইটান্স। রান আউট ম্যাথু ওয়েড
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২ রান গুজরাতের।
চোটের জন্য নেই বোল্ট। পরিবর্তন গুজরাত টাইটান্সেও
A look at the Playing XI for #RRvGT
Live – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL https://t.co/MgBjbwAVA5 pic.twitter.com/SdmTvLh4ba
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
আজ আইপিএলের ২৪তম ম্যাচ। এখনও পর্যন্ত সবকটি ম্যাচে যে অধিনায়ক টস জিতেছেন, তারাই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের।
#RR have won the toss and they will bowl first against #GujaratTitans
Live – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL pic.twitter.com/TE0Udrg0ZO
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
Hello and welcome to the DY Patil Stadium for Match 24 of #TATAIPL.@IamSanjuSamson led #RR will take on @hardikpandya7‘s #GujaratTitans.
Who are you rooting for?#RRvGT pic.twitter.com/PnYgQwCQAh
— IndianPremierLeague (@IPL) April 14, 2022