RR vs KKR, IPL 2022 Match 30 Result:হারের হ্যাটট্রিক নাইটদের, সঞ্জুর রাজস্থানকে থামাতে পারল না শ্রেয়সের কেকেআর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 19, 2022 | 12:21 AM

Rajasthan Royals vs Kolkata Knight Riders Live Score in Bangla: দেখুন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RR vs KKR, IPL 2022 Match 30 Result:হারের হ্যাটট্রিক নাইটদের, সঞ্জুর রাজস্থানকে থামাতে পারল না শ্রেয়সের কেকেআর
RR vs KKR LIVE Score, IPL 2022: সঞ্জুর পিঙ্ক আর্মির মুখে আজ শ্রেয়সের কেকেআর

Follow Us

মুম্বই: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল রাজস্থান। যার মধ্যে একাই রাজস্থানের ওপেনার জস বাটলার করেছিলেন ১০৩ রান। এই শতরানের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছয়। কেকেআরের টার্গেট ছিল ২১৮ রান। লড়াই করলেন শ্রেয়স আইয়ার-অ্যারন ফিঞ্চরা। কিন্তু শেষ অবধি জিততে পারল না কেকেআর। ৭ রানে ম্যাচ জিতে নিল রাজস্থান। নেপথ্যে বাটলারের সেঞ্চুর ও চাহালের ফাইফার। নাইটদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। যার মধ্যে রয়েছে ১৭ তম ওভারে হ্যাটট্রিকও। এবং ম্যাচের সেরার পুরষ্কারও গিয়েছে যুজির ঝুলিতে।

Key Events

বাটলারের সেঞ্চুরি

আজ কেকেআরের বিরুদ্ধে চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি করলেন জস বাটলার। ৬১ বলে ১০৩ রান করেন বাটলার। এই শতরানের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছয়।

চাহালের ফাইফার

নাইটদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। যার মধ্যে রয়েছে ১৭ তম ওভারে হ্যাটট্রিকও। এবং ম্যাচের সেরার পুরষ্কারও গিয়েছে যুজির ঝুলিতে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 18 Apr 2022 11:37 PM (IST)

    ৭ রানে জয়ী রাজস্থান রয়্যালস

    শ্রেয়স আইয়ারের কেকেআরকে ৭ রানে হারাল রাজস্থান রয়্যালস।

  • 18 Apr 2022 11:34 PM (IST)

    শেল্ডন আউট

    ৮ রান করে শেষ ওভারে মাঠ ছাড়লেন শেল্ডন জ্যাকসন। ম্যাচ জিততে নাইটদের ৪ বলে ৯ রান দরকার


  • 18 Apr 2022 11:31 PM (IST)

    টান টান শেষ ওভার

    • ম্যাচ জিততে নাইটদের শেষ ওভারে প্রয়োজন ১১ রান।
    • ক্রিজে শেল্ডন জ্যাকসন ও উমেশ যাদব।
  • 18 Apr 2022 11:19 PM (IST)

    চাহালের হ্যাটট্রিক

    প্যাট কামিন্সকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন যুজবেন্দ্র চাহাল।

  • 18 Apr 2022 11:15 PM (IST)

    শ্রেয়স আউট

    কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে সাজঘরে পাঠালেন যুজবেন্দ্র চাহাল। ৫১ বলে ৮৫ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।

  • 18 Apr 2022 11:09 PM (IST)

    ভেঙ্কটেশ আউট

    ভেঙ্কটেশ আইয়ারের উইকেট হারাল কেকেআর। যুজবেন্দ্র চাহাল তুলে নিলেন ভেঙ্কির উইকেট। ৬ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ।

  • 18 Apr 2022 11:04 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১৬৭/৪

    • খেলা বাকি ৫ ওভারের।
    • শুরুর ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে কেকেআর
    • ম্যাচ জিততে নাইটদের এখনও প্রয়োজন ৩০ বলে ৫১ রান
  • 18 Apr 2022 10:53 PM (IST)

    রাসেল আউট

    পিঙ্ক আর্মির বিরুদ্ধে উঠল না রাসেল ঝড়। কোনও রান না করেই মাঠ ছাড়লেন রাসেল।

  • 18 Apr 2022 10:47 PM (IST)

    রানা আউট

    ১৩ রান করে মাঠ ছাড়লেন নীতিশ রানা। তৃতীয় উইকেট হারাল কেকেআর। ম্যাচ জিততে এখনও নাইটদের প্রয়োজন ৪২ বলে ৭০ রান।

  • 18 Apr 2022 10:35 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ১১৬/২

    • ম্যাচ জিততে কেকেআরের এখনও প্রয়োজন ৬০ বলে ১০২ রান।
    • প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ১১৬ রান।
  • 18 Apr 2022 10:34 PM (IST)

    শ্রেয়সের হাফসেঞ্চুরি

    রাজস্থানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নাইট নেতা শ্রেয়স আইয়ার। ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ শ্রেয়সের।

  • 18 Apr 2022 10:29 PM (IST)

    ফিঞ্চ আউট

    ফিঞ্চের গুরুত্বপূর্ণ উইকেট হারাল কেকেআর। ৫৮ রান করে মাঠ ছাড়লেন অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।

  • 18 Apr 2022 10:24 PM (IST)

    হাফসেঞ্চুরি ফিঞ্চের

    রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অ্যারন ফিঞ্চ।

  • 18 Apr 2022 10:10 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে কেকেআর।
    • ম্যাচ জিততে কেকেআরকে এখনও ৮৪ বলে তুলতে হবে ১৬১ রান।
  • 18 Apr 2022 10:05 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪৩/১

    • প্রথম ৫ ওভারে কেকেআরের স্কোর ১ উইকেটে ৪৩।
  • 18 Apr 2022 09:55 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ২৭/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর তিন ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে নাইটরা।
    • ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার।
  • 18 Apr 2022 09:42 PM (IST)

    প্রথম বলেই রান আউট নারিন

    ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে বল করতে এসেছেন। প্রথম বলেই রান আউট নারিন। দুরন্ত থ্রো শিমরন হেটমায়ারের।

  • 18 Apr 2022 09:39 PM (IST)

    নাইটদের ইনিংস শুরু

    আজ ওপেনিংয়ে সুনীল নারিন ও অ্যারন ফিঞ্চ।

  • 18 Apr 2022 09:28 PM (IST)

    বাটলারের সেঞ্চুরিতে ভর করে ২১৭ রানে থামল রাজস্থান

    • নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছে রাজস্থান।
    •  রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হবে ২১৮ রান।
  • 18 Apr 2022 09:20 PM (IST)

    করুণ আউট

    শিবম মাভি তুলে নিলেন করুণ নায়ারের উইকেট।

  • 18 Apr 2022 09:10 PM (IST)

    পরাগ আউট

    বাউন্ডারি লাইনের সামনে রিলে ক্যাচ নিয়ে রিয়ান পরাগকে সাজঘরে পাঠালেন প্যাট কামিন্স-শিবম মাভি।

  • 18 Apr 2022 09:04 PM (IST)

    বাটলার আউট

    সেঞ্চুরি পূর্ণ করার পর প্যাট কামিন্সকে উইকেট দিয়ে বসলেন জস বাটলার। ৬১ বলে ১০৩ রান করে গেলেন বাটলার।

  • 18 Apr 2022 09:01 PM (IST)

    চলতি আইপিএলে বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি

    আইপিএল-২০২২ এ জস বাটলার কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেললেন। শতরানের ইনিংসে রয়েছে ৫টি ছয় ও ৯টি চার।

  • 18 Apr 2022 08:53 PM (IST)

    ক্যাপ্টেন সঞ্জু আউট

    ১৬তম ওভারের দ্বিতীয় বলে আন্দ্রে রাসেল তুলে নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট। ৩৮ রান করে মাঠ ছাড়লেন পিঙ্ক আর্মির নেতা।

  • 18 Apr 2022 08:50 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৬৩/১

    • খেলা বাকি ৫ ওভারের।
    • প্রথম ১৫ ওভারের খেলা শেষ।
    • বেশ ভালো জায়গায় রয়েছে রাজস্থান।
    • ১ উইকেট হারিয়ে প্রথম ১৫ ওভারে ১৬৩ রান তুলেছে রাজস্থান।
  • 18 Apr 2022 08:25 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৯৯/১

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভার বেশ ভালোই খেলেছে পিঙ্ক আর্মি।
    • দশম ওভারে সুনীল নারিন তুলে নিয়েছেন রাজস্থান ওপেনার দেবদত্ত পাড়িক্কালের উইকেট।
  • 18 Apr 2022 08:23 PM (IST)

    দেবদত্ত আউট

    দশম ওভারের চতুর্থ বলে অবশেষে দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন সুনীল নারিন। ২৪ রান করে মাঠ ছাড়লেন দেবদত্ত।

  • 18 Apr 2022 08:10 PM (IST)

    বাটলারের হাফসেঞ্চুরি

    দারুণ ছন্দে রয়েছেন রাজস্থানের ওপেনার জস বাটলার। নাইটদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন বাটলার। বাটলারের এই হাফসেঞ্চুরিতে রয়েছে ৫টি চার ও ৩টি ছয়।

  • 18 Apr 2022 08:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারের শেষে ভালো জায়গায় রয়েছে রাজস্থান।
    • পাওয়ার প্লে-র শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ৬০।
    • শুরুর ৬ ওভারে বাটলার একাই তুলেছেন ৪৬ রান। যার মধ্যে রয়েছে ৪টি চার ও ৩টি ছয়।
  • 18 Apr 2022 07:58 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৪৯/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে কোনও উইকেট পাননি নাইট বোলাররা।
    • জস বাটলার ব্যাট করছেন ৩৬ রানে।
    • ৮ রানে রয়েছেন দেবদত্ত পাড়িক্কাল।
  • 18 Apr 2022 07:47 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ২৫/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে রাজস্থান।
  • 18 Apr 2022 07:38 PM (IST)

    মাভির বলে পাড়িক্কালের চার

    দ্বিতীয় ওভারে শিবম মাভির তৃতীয় বলে চার মারলেন দেবদত্ত পাড়িক্কাল।

  • 18 Apr 2022 07:37 PM (IST)

    প্রথম ওভারে ১ রান দিলেন উমেশ

    রাজস্থানের বিরুদ্ধে প্রথম ওভারে মাত্র ১রান উমেশ যাদব। তবে একটা নো বল ছিল। তাই প্রথম ওভারে রাজস্থান ২/০।

  • 18 Apr 2022 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কাল।

  • 18 Apr 2022 07:12 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    রাজস্থানে আজ তিন পরিবর্তন।

    দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ওবেদ ম্যাকয়, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

  • 18 Apr 2022 07:06 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    দেখুন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ:  অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

  • 18 Apr 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।

  • 18 Apr 2022 06:55 PM (IST)

    নারিনের ১৫০তম টি-২০ ম্যাচ

    আর নারিন তাঁর কেরিয়ারের ১৫০তম টি-২০ ম্যাচে খেলতে নামছেন।

  • 18 Apr 2022 06:36 PM (IST)

    আইপিএলের ৩০তম ম্যাচ

    আজ আইপিএলের ৩০তম ম্যাচে মুখোমুখি রাজস্থান-কলকাতা।

  • 18 Apr 2022 06:35 PM (IST)

    নাইটদের মুখে নামার জন্য তৈরি পিঙ্ক আর্মি

    আর মাত্র এক ঘণ্টা পর শুরু হবে রাজস্থান বনাম কলকাতা দ্বৈরথ। এই লড়াইয়ের জন্য তৈরি পিঙ্ক আর্মি।

  • 18 Apr 2022 06:34 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    আইপিএলের মঞ্চে এখনও অবধি মোট ২৪ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও কলকাতা। যার মধ্যে ১৩ বার জিতেছে কেকেআর। ৯ বার জিতেছে রাজস্থান। ২টি ম্য়াচের ফল অমীমাংসিত।