
মুম্বই: আইপিএলে (IPL) আজ ছিল সুপার সানডে। দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস (LSG) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। নতুন দল লখনউ শুরু থেকেই চমক দিচ্ছে। ম্যাচ জিতলে লিগ শীর্ষে ওঠার হাতছানি ছিল সুপার জায়েন্টের সামনে। দলের শক্তিও বেড়েছিল অজি অল রাউন্ডার মার্কোস স্টোইনিস যোগ দেওয়ায়। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না রাহুলের যোদ্ধারা। শুরুতে বাটলার-পাড়িক্কল দাপট দেখালেও মাঝের ওভারে পরপর উইকেট হারিয়ে চাপে পরে যায় রাজস্থান রয়্যালস। ইনিংস সামলালেন ক্যারিবিয়ান শিমরন হেটমায়ার ও রবিচন্দ্রন অশ্বিন। হাফ সেঞ্চুরি হেটমায়ারের। ২০ ওভারে ১৬৫ রান রাজস্থানের। অপরাজিত ৫৯ হেটমায়ারের। জবাবে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে ম্যাচের রংটা গোলাপি করে দিলেন। সেই যে চাপে পরল লখনউ। স্টোইনিস শেষ ওভার পর্যন্ত টানলেন। কিন্তু লিগ শীর্ষে তুলতে পারলেন না দলকে। উল্টে তিন রানে ম্যাচ জিতে লিগ শীর্ষে রাজস্থান রয়্যালস। ২০ ওভারে ১৬২ রানে থামল জায়েন্টসরা।
অপরাজিত ৫৯ হেটমায়ারের
১৭ বলে অপরাজিত ৩৮ স্টোইনিসের
৩ রানে ম্যাচ জয় রাজস্থান রয়্যালসের
চাহালের এক ওভারে জোড়া উইকেট হারাল লখনউ। আউট ডি-কক ও ক্রুণাল।
শেষ ৩০ বলে ৬৯ রান চাই ম্যাচ জিততে। ক্রিজে ডি-কক ও ক্রুণাল
আরও একটি উইকেটের পতন। চাহালের বলে রিয়ানের হাতে আউট বাদোনি।
দশম ওভারে আরও একটা উইকেট হারাল লখনউ। আউট দীপক হুডা। শেষ ৬০ বলে চাই ১০৫ রান
পাওয়ার প্লে শেষে চাপে লখনউ সুপার জায়েন্টস। লড়াই করছেন দীপক ও ডি-কক।
তৃতীয় উইকেট হারাল লখনউ সুপার জায়েন্টস। আউট জেসন হোল্ডার।
প্রথম ওভারেই অধিনায়ক রাহুল ও গৌতমের উইকেট হারাল লখনউ। সুপার জায়েন্টকে জোড়া ধাক্কা দিলেন ট্রেন্ট বোল্ট।
হেটমায়ারের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৬৫ রান রাজস্থানের। ম্যাচ জিততে লখনউয়ের চাই ১৬৬ রান।
১৫ ওভার শেষে ৯২ রান রয়্যালসদের। ইনিংস সামলাচ্ছেন হেটমায়ার ও অশ্বিন
১০ নম্বর ওভারে জোড়া উইকেট হারাল রাজস্থান। জোড়া উইকেট নিলেন কে গৌতম। আউট পাড়িক্কল ও ভ্যান ডার ডুসেন। ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস – ৬৭/৪
দ্বিতীয় উইকেট হারাল রাজস্থান। আউট অধিনায়ক সঞ্জু। হোল্ডারের বলে ১৩ রানে আউট স্যামসন।
পাওয়ার প্লে’র শেষ ওভারে প্রথম উইকেট হারাল রাজস্থান। আবেশ খানের বলে আউট বাটলার। ১৩ রানে আউট বাটলার।
প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৯ রান রাজস্থান রয়্যালসের
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত লখনউ সুপার জায়েন্টস অধিনায়ক কেএল রাহুলের।
? Toss Update from Wankhede ?@klrahul11 has won the toss & @LucknowIPL have elected to bowl against @rajasthanroyals.
Follow the match ? https://t.co/8itDSZ2mu7#TATAIPL | #RRvLSG pic.twitter.com/Y5DrP9eILK
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
A cracking contest awaits at the Wankhede Stadium! ? ?
The @IamSanjuSamson-led @rajasthanroyals will face @LucknowIPL, led by @klrahul11 in Match 2⃣0⃣ of the #TATAIPL 2022. ? ? #RRvLSG
Which team are you rooting for tonight? ? ? pic.twitter.com/thFisLIOFW
— IndianPremierLeague (@IPL) April 10, 2022