জয়পুর: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল (IPL 2023)। দেখতে দেখতে ২৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। চলতি মরসুমে এই প্রথম বার ঘরের মাঠে খেলল রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটিংয়ে পাঠান সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লখনউ। সুপার জায়ান্টসদের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার কাইল মায়ার্স (৫১)। রাজস্থানের হয়ে সর্বাধিক ২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের টার্গেট ছিল ১৫৫। শুরুটা দারুণ করলেও হাসি মুখে মাঠ ছাড়তে পারল না পিঙ্ক আর্মি। শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। ২০তম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবেশ খান। ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন রাজস্থান-লখনউ ম্যাচের হাইলাইটস।।
১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।
১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।
শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। ২০তম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবেশ খান। ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস।
বাউন্ডারি লাইনের সামনে দারুণ ক্যাচ নিলেন দীপক হুডা।
শেষ ওভারে দেবদত্ত পাড়িক্কালকে ফেরালেন আবেশ খান। ২৬ রান করে মাঠ ছাড়লেন আবেশ।
শেষ ওভারে জিততে হলে রাজস্থানকে তুলতে হবে ১৯ রান।
৩ ওভারে রাজস্থানের জয়ের জন্য চাই ৪২ রান। ক্রিজে দেবদত্ত পাড়িক্কাল ও রিয়ান পরাগ।
১৫ ওভার শেষে রাজস্থান তুলেছে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান। জয়ের জন্য পিঙ্ক আর্মির প্রয়োজন ৩০ বলে ৫১ রান।
১৪.২ ওভারে রাজস্থানের দলগত শতরান পূর্ণ হল।
জস বাটলারকে ফেরালেন মার্কাস স্টইনিস। বড় উইকেট হারাল রাজস্থান রয়্যালস। ৪০ রান করে গেলেন বাটলার।
১২.৪ ওভারে রান আউট হয়ে মাঠ ছাড়লেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
যশস্বী জসওয়ালের উইকেট তুলে নিলেন মার্কাস স্টইনিস। প্রথম ধাক্কা খেল রাজস্থান। ৩৫ বলে ৪৪ রান করে মাঠ ছাড়লেন যশস্বী। শট থার্ড ম্যানে ক্যাচ নেন আবেশ খান। আর ক্যাচ নিতে গিয়ে তাঁর আঙুলে লাগে।
যশস্বী-জস জুটিতে এগোচ্ছে রাজস্থান। প্রথম ৫ ওভারের পর কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে পিঙ্ক আর্মি।
রাজস্থান রয়্যালসের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে রাজস্থান।
টার্গেট ১৫৫, রান তাড়া করতে নামল রাজস্থান রয়্যালস। ওপেনিংয়ে জস বাটলার ও যশস্বী জসওয়াল।
২০তম ওভারের শেষ বলে রান আউট হলেন যুধবীর সিং।
রান আউট হয়ে মাঠ ছাড়লেন নিকোলাস পুরান। ২০ বলে ২৯ রান করলেন পুরান।
শেষ ওভারে মার্কাস স্টইনিসকে ফেরালেন সন্দীপ শর্মা। ১৬ বলে ২১ রান করে মাঠ ছাড়লেন স্টইনিস।
১৯ ওভার শেষে লখনউ ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৪৬ রান। শেষ ওভারে কত রান তুলতে পারবেন নিকোলাস পুরানরা?
যুজবেন্দ্র চাহালের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ফিল্ডিং করতে নামলেন দেবদত্ত পাড়িক্কাল।
৪২ বলে ৫১ রান করে ড্রেসিংরুমের পথে পা বাড়ালেন কাইল মায়ার্স। চতুর্থ উইকেট হারাল লখনউ।
আজ দীপক হুডার জন্মদিন। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন লখনউয়ের তৃতীয় উইকেট।
রাজস্থানের বিরুদ্ধে ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন কাইল মায়ার্স।
৪ বল খেলে মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন আয়ুষ বাদোনি। দ্বিতীয় উইকেট হারাল লখনউ। বেশ কৃপণ বোলিং করছেন বোল্ট। নিজের স্পেলের চতুর্থ ওভারে এসে দলকে উইকেট এনে দিলেন বোল্ট।
লখনউকে প্রথম ধাক্কা দিলেন জেসন হোল্ডার। অধিনায়ক লোকেশ রাহুলের বড় উইকেট পেলেন তিনি। ৩২ বলে ৩৯ রান করে মাঠ ছাড়লেন লখনউ অধিনায়ক।
ইনিংসের মাঝপথে লখনউ সুপার জায়ান্টস। এখনও কোনও উইকেট হারায়নি লখনউ।
নবম ওভারের শুরু থেকেই বিধ্বংসী কাইল মায়ার্স। যুজবেন্দ্র চাহালের এই ওভারে প্রথম দুই বলে যথাক্রমে ৬ ও চার মারলেন মায়ার্স।
পাওয়ার প্লে-র মধ্যে ২ বার কে এল রাহুলের ক্যাচ মিস করেছেন রাজস্থানের ক্রিকেটাররা।
লখনউ প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলল ২৭ রান।
লখনউয়ের বিরুদ্ধে রান খরচ করছেনই না ট্রেন্ট বোল্ট। প্রথম ওভার মেডেন হওয়ার পর বোল্টের দ্বিতীয় ওভারে এসেছে মাত্র ২ রান।
প্রথম ওভারে কোনও রান তুলতে পারল না লখনউ। মেডেন ওভার দিয়ে লখনউয়ের বিরুদ্ধে বোলিংয়ের সূচনা করলেন ট্রেন্ট বোল্ট।
লখনউয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও কাইল মায়ার্স। বোলিংয়ে সূচনা করলেন ট্রেন্ট বোল্ট।
রাজস্থানের একাদশ – জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
সাবস্টিটিউট – দেবদত্ত পাড়িক্কাল, মুরুগান অশ্বিন, জো রুট, ডোনোভান ফেরেইরা ও নবদীপ সাইনি।
লখনউয়ের একাদশ – লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, নবীন উল হক, যুধবীর সিং, রবি বিষ্ণোই, আবেশ খান।
সাবস্টিটিউট -জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল স্যামস, প্রেরক মানকড়, অমিত মিশ্র।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করবেন লোকেশ রাহুলরা।
চার বছর পর জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে খেলবে রাজস্থান।
Hello from Jaipur ?
We're all set for a ? of the table clash as @rajasthanroyals face @LucknowIPL at home in Match 26 of #TATAIPL 2023 ??
Who are you rooting for? #RRvLSG pic.twitter.com/TyhG39M2Co
— IndianPremierLeague (@IPL) April 19, 2023
১৬তম আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।