IPL 2021: ট্র্যাজিক হিরোই হয়ে থাকলেন সঞ্জু

নেতা সঞ্জু দেখিয়ে দিলেন, ক্যাপ্টেন্সির দায়িত্বে তিনি আরও ভয়ঙ্কর। চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। ৬৩ বলে ১১৯ রানের ইনিংসে সাজানো ৭টা ছয় আর ১২টা চার।

IPL 2021: ট্র্যাজিক হিরোই হয়ে থাকলেন সঞ্জু
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Apr 13, 2021 | 12:09 AM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

পঞ্জাব কিংস- ২২১/৬ (২০ ওভার) রাজস্থান রয়্যালস- ২১৭/৭ (২০ ওভার)

ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন ঋষভ পন্থ। জাতীয় দলে অভিষেক টি-টোয়েন্টিতে দুরন্ত হাফসেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন ঈশান কিষানও। পন্থ-ঈশানদের ভিড়ে হঠাত্‍ই পড়েছিলেন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকদের জানান দিলেন সঞ্জু, লড়াই এখনও জারি রয়েছে। তবে একটা সিদ্ধান্তই ম্যাচ শেষে তাঁকে ভিলেন বানিয়ে দিল। শেষ ২ বলে প্রয়োজন ৫। এক রানের সুযোগ থাকলেও মরিসকে ফিরিয়ে দেন। শেষ বলে ছয় মারতে গিয়ে আউট হন সঞ্জু। তবে নেতা সঞ্জু দেখিয়ে দিলেন, ক্যাপ্টেন্সির দায়িত্বে তিনি আরও ভয়ঙ্কর। চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। ৬৩ বলে ১১৯ রানের ইনিংসে সাজানো ৭টা ছয় আর ১২টা চার। রাজস্থান ম্যাচ হারলেও সঞ্জুর ইনিংসই এ দিনের সেরা আকর্ষণ। ম্যাচ শেষে প্রাপ্য সেরার পুরস্কার।

ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। ৫০ ওভারের ফরম্যাটে ফর্মে ফিরলেও, কুড়ি-বিশের ফরম্যাটে রানের খরা চলছিল লোকেশ রাহুলের ব্যাটে। শেষ ৭টা টি-টোয়েন্টিতে ৩টে-তে শূন্য। একটা ম্যাচে ফিরেছিলেন ১ রানে। আইপিএলে ফিরতেই জ্বলে উঠলেন লোকেশ রাহুল। যতই বিরাট-রোহিত ওপেনিং জুটির পক্ষে সওয়াল করুক ক্রিকেপ্রেমীরা, বিশ্বকাপের লড়াই জিইয়ে রাখলেন কে এল রাহুল।

এ বারের আইপিএল (IPL) কী তাহলে অনামীদের মঞ্চ হতে চলেছে? ইঙ্গিত তো সেরকমই। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। উদীয়মান তারকাদের পারফরমেন্স নির্বাচকদের ধন্ধে ফেলে দিতে বাধ্য। দীপক হুডা আইপিএল (IPL) সার্কিটে পরিচিত মুখ হলেও, এর আগে তাঁকে এ রকম বিধ্বংসী ব্যাটিং করতে দেখা যায়নি। ২৮ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস উপহার। চেতন সাকারিয়া? তাঁকেই বা কে চিনত! আজকের পর এই বাঁ-হাতি পেসারের নাম হয়তো চেতন শর্মাদের নোটবুকেও উঠে গেল। আইপিএল অভিষেকেই ৩ উইকেট। গত আইপিএলে উত্থান হয়েছিল আর্শদীপ সিংয়ের। এ বার তিনি প্রীতির দলের ভরসার নায়ক। শেষ ওভারে চাপের মুহূর্তেও বুদ্ধিদীপ্ত বোলিং। আর তাতেই মূল্যবান ২ পয়েন্ট পঞ্জাবের ঘরে।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। সাকারিয়ার বলে ১৪ রানে আউট হন ময়াঙ্ক আগারওয়াল। তবে পঞ্জাব কিংস তাতে চাপে পড়েনি। ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ এখনও ব্যাট হাতে তাণ্ডব চালান। ৪১-এর ক্রিস গেইলের ব্যাটে এখনও একুশের তেজ। ২৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস। পঞ্জাব কিংসকে রানের পাহাড়ে নিয়ে গেলেন লোকেশ রাহুল আর দীপক হুডা। হুডার ২৮ বলে ৬৪ রানের ইনিংসে সাজানো ৬টি ছক্কা আর ৪টি চার। লোকেশ রাহুল করলেন ৯১। ব্যাট থেকে এল ৫টি ছয় ও ৭টি চার। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২১ রান তোলে পঞ্জাব কিংস।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট বেন স্টোকস। অস্ট্রেলিয়া সফরে কবজি ভেঙে দেশে ফিরে এসেছিলেন মহম্মদ সামি। ৪ মাস পর ২২ গজে ফিরে এসেই প্রথম ওভারে উইকেট। মনন ভোরাকে ব্যক্তিগত ১২ রানে ফেরান আর্শদীপ সিং। সঞ্জু স্যামসন-জস বাটলার জুটিতে ভাঙন ধরান ঝাই রিচার্ডসন। স্লোয়ার ইয়র্কারে ক্লিন বোল্ড হন বাটলার (১৩ বলে ২৫)। শিবম দুবেকে ফেরান আর্শদীপ। ১১ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস রিয়ান পরাগের। রাজস্থানের একা লড়াই চালিয়ে গেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। দলকে জেতাতে না পারলেও সঞ্জুর ইনিংসকে কুর্নিশ।

সংক্ষিপ্ত স্কোর: পঞ্জাব কিংস- ২২১/৬ (রাহুল ৯১, দীপক হুডা ৬৪, গেইল ৪০, সাকারিয়া ৩/৩১, মরিস ২/৪১), রাজস্থান রয়্যালস- ২১৭/৭ (সঞ্জু স্যামসন ১১৯, পরাগ ২৫, আর্শদীপ ৩/৩৫, সামি ২/৩৩)। ৪ রানে জয়ী পঞ্জাব কিংস। ম্যাচের সেরা সঞ্জু স্যামসন।