আমেদাবাদ: আজ, শুক্রবার আইপিএল-১৫-র (IPL 2022) দ্বিতীয় কোয়ালিফায়ারে (৭৩ তম ম্যাচে) আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টসে জিতে শুরুতে বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে আরসিবি। ফাইনালে উঠতে হলে সঞ্জুদের তুলতে হত ১৫৮ রান। দুই রয়্যালের লড়াইয়ে আজ জিতল রাজস্থান। ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় রাজস্থানের। বাটলারের সেঞ্চুরিতে ভর করে জিতল রাজস্থান। এ বার সঞ্জুর পিঙ্ক আর্মি ফাইনালে খেলবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২৯ মে এ বারের আইপিএলের ফাইনাল।
উল্লেখ্য, ২০০৮ সালে ফাইনালে খেলেছিল রাজস্থান, এবং তাতে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৩ বছর পর ফের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গুজরাত টাইটান্সদের বিরুদ্ধে নামবে রাজস্থান।
এ বারের আইপিএলে (IPL 2022) চতুর্থ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বাটলার। ৬০ বলে বাটলারের ১০৬ নট আউট ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়।
ফাইনালে উঠতে হলে সঞ্জুদের তুলতে হত ২০ ওভারে ১৫৮ রান। ১১ বল বাকি থাকতেই ১৬১ রান তোলে রাজস্থান। ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।
আজ পাওয়া গেল এ বারের আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্টদের। আরসিবিকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে এ বারের মতো আইপিএল যাত্রা শেষ হল আরসিবির।
দ্বিতীয় এলিমিনেটরে আরসিবির বিরুদ্ধে ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার।
দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন জস হ্যাজেলউড। ৯ রান করে মাঠ ছাড়লেন দেবদত্ত।
সঞ্জু স্যামসনের উইকেট হারাল রাজস্থান। ২৩ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু। ভানিন্দু হাসারঙ্গা আরসিবিকে এনে দিলেন দ্বিতীয় উইকেট
আরসিবির বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার।
প্রথম উইকেট হারাল রাজস্থান। জস হ্যাজেলউড তুলে নিলেন যশস্বী জসওয়ালের উইকেট। ২১ রান করে মাঠ ছাড়লেন যশস্বী।
রাজস্থানের হয়ে রান তাড়া করতে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামল আরসিবি। ফাইনালে উঠতে হলে সঞ্জুদের তুলতে হবে ১৫৮ রান।
প্রসিধ কৃষ্ণার বলে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়লেন ভানিন্দু হাসারঙ্গা।
প্রসিধ কৃষ্ণা তুলে নিলেন দীনেশ কার্তিকের উইকেট। ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন ডিকে।
বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে বসলেন মহীপাল লোমরোর। ৮ রান করে মাঠ ছাড়লেন মহীপাল।
রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন রজত পাতিদারের উইকেট। ৫৮ রান করে মাঠ ছাড়লেন রজত
এলিমিনেটর ম্যাচের মতোই ছন্দে রয়েছেন রজত। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রজত পাতিদার।
গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ২৪ রান করে ফিরলেন ম্যাক্সি।
ওবেদ ম্যাকয় তুলে নিলেন ফাফ দু’প্লেসির উইকেট। ২৫ রান করে মাঠ ছাড়লেন আরসিবি অধিনায়ক।
বিরাট কোহলির উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। ৭ রান করে মাঠ ছাড়লেন বিরাট। দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খেল আরসিবি।
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ দু’প্লেসি।
দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা, ওবেড ম্যাকয়।
This XI. This match. ?
Get behind the boys, it's Q2 time!#RoyalsFamily | #HallaBol | #RRvRCB | @Dream11 pic.twitter.com/YBDtFHhOW6
— Rajasthan Royals (@rajasthanroyals) May 27, 2022
এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
Sanju Samson has won the toss and has put us into bat first. ??
We go into the Qualifier with an unchanged team. ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PlayOffs #RRvRCB pic.twitter.com/EJgWKI5dZO
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 27, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
আর কিছুক্ষণ পর শুরু হবে এ বারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
Welcome to the Narendra Modi Stadium, Ahmedabad. ?
The @IamSanjuSamson-led @rajasthanroyals take on the @RCBTweets, led by @faf1307 in the #TATAIPL 2022 Qualifier 2. ? ? #RRvRCB | @GCAMotera
Which team will win this contest & seal a place in the Final❓ pic.twitter.com/YnKgzuzd47
— IndianPremierLeague (@IPL) May 27, 2022
পিঙ্ক আর্মিতে আজ নজরে থাকবেন জস বাটলার, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন।
আরসিবিতে আজ নজরে থাকবেন বিরাট কোহলি, ফাফ দু’প্লেসি, ভানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল।