RR vs RCB Highlights, IPL 2023: ৫৯-এ অলআউট রাজস্থান, ১১২ রানের বিরাট ব্যবধানে জয় আরসিবির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 14, 2023 | 7:41 PM

Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RR vs RCB Highlights, IPL 2023: ৫৯-এ অলআউট রাজস্থান, ১১২ রানের বিরাট ব্যবধানে জয় আরসিবির
জয়পুরে দুই রয়্যালের লড়াই, মুখোমুখি রাজস্থান-আরসিবি
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

জয়পুর : চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে জয়পুরে আজ মুখোমুখি হয়েছিল দুই রয়্যাল। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ২টো দলেরই প্রয়োজন ছিল জয়। জয়পুরে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে আরসিবি। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি। কিন্তু অধিনায়ক ফাফ ডু’প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে জোড়া হাফসেঞ্চুরি এসেছে। শেষবেলায় অনুজ রাওয়াত ক্যামিও ইনিংস খেলে যান (১১ বলে ২৯ নট আউট)। যার ফলে রাজস্থানকে ১৭২ রানের টার্গেট দেয় আরসিবি। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় পিঙ্ক আর্মি। ১১২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরসিবি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন রাজস্থান-আরসিবি ম্যাচের খুঁটিনাটি তথ্য।

 

Key Events

পয়েন্ট টেবলে আরসিবির উন্নতি

রাজস্থানকে ১১২ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবলের ৫ নম্বরে উঠেছে আরসিবি।

ম্যাচের সেরা পার্নেল

রাজস্থানের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ওয়েন পার্নেল পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 May 2023 07:32 PM (IST)

    RR vs RCB ম্যাচ রিপোর্ট

    গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের লজ্জার হার। মাত্র ৫৯ রানে অলআউট সঞ্জু স্যামসনের দল। পিঙ্ক আর্মিকে তাদের ঘরের মাঠে ১১২ রানের বিরাট ব্যবধানে হারালেন কোহলিরা।

    পড়ুন বিস্তারিত – RR vs RCB, IPL Match Result: রাজস্থানের ডেরায় বিরাটদের দাদাগিরি, প্লে অফে টিকে রইল আরসিবি

  • 14 May 2023 07:31 PM (IST)

    ম্যাচের সেরা পার্নেল

    রাজস্থানের বোলারদের কার্যত আজ দাঁড়াতে দেননি আরসিবির বোলাররা। বিরাটের দলের হয়ে সর্বাধিক, ৩টি উইকেট নিয়েছেন ওয়েন পার্নেল। ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে পার্নেলের ঝুলিতে।


  • 14 May 2023 06:22 PM (IST)

    ৫৯ রানে অলআউট রাজস্থান

    ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস। ১১২ রানের বিরাট ব্যবধানে জয় আরসিবির।

  • 14 May 2023 06:20 PM (IST)

    জাম্পা আউট

    অ্যাডাম জাম্পা আউট। নবম উইকেট হারাল রাজস্থান। জয়ের কাছাকাছি আরসিবি।

  • 14 May 2023 06:18 PM (IST)

    হেটমায়ার আউট

    দলের প্রবল চাপের মধ্যে ৩৫ রান করে মাঠ ছাড়লেন শিমরন হেটমায়ার। গ্লেন ম্যাক্সওয়েল তুলে নিলেন শিমরন হেটমায়ারের উইকেট।

  • 14 May 2023 06:08 PM (IST)

    রান আউট অশ্বিন

    রান আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। শূন্যে ফিরলেন অশ্বিন।

  • 14 May 2023 06:03 PM (IST)

    জুরেল আউট

    বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে বসলেন ধ্রুব জুরেল। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন মহিপাল লোমরোর।

  • 14 May 2023 05:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    রাজস্থানের পাওয়ার প্লে-র খেলা শেষ। এর মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান। স্কোরবোর্ডে উঠেছে ২৮ রান।

  • 14 May 2023 05:56 PM (IST)

    রুট আউট

    ওয়েন পার্নেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন জো রুট। ১৫ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন রুট।

  • 14 May 2023 05:53 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ২৬/৪

    • রাজস্থানের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে রাজস্থান।
    • ক্রিজে জো রুট ও শিমরন হেটমায়ার।
  • 14 May 2023 05:48 PM (IST)

    দেবদত্ত আউট

    দেবদত্ত পাড়িক্কালকে ফেরালেন মাইকেল ব্রেসওয়েল। চতুর্থ ধাক্কা খেল রাজস্থান। মহম্মদ সিরাজের লো ক্যাচ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আউট দেন থার্ড আম্পায়ার।

  • 14 May 2023 05:34 PM (IST)

    সঞ্জু আউট

    পিঙ্ক আর্মির অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে ফেলল রাজস্থান। দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট তুলে নিলেন ওয়েন পার্নেল। ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়লেন রাজস্থানের অধিনায়ক।

  • 14 May 2023 05:31 PM (IST)

    বাটলার আউট

    জস বাটলারের উইকেট তুলে নিলেন ওয়েন পার্নেল। ২ বলের সামনাসামনি হলেও শূন্যে আউট হলেন রাজস্থানের ওপেনার।

  • 14 May 2023 05:27 PM (IST)

    বড় ধাক্কা খেল রাজস্থান

    ম্যাচের শুরুতেই মহম্মদ সিরাজের বলে উইকেট দিয়ে বসলেন রাজস্থানের বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন যশস্বী। এই ম্যাচে রান না পাওয়ায় অরেঞ্জ ক্যাপের দৌড়ে ফাফ ডু’প্লেসিকে টপকে যাওয়া হল না যশস্বীর।

  • 14 May 2023 05:08 PM (IST)

    আরসিবির ইনিংস শেষ

    জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে আরসিবি। রাজস্থানের টার্গেট ১৭২।

  • 14 May 2023 04:55 PM (IST)

    ম্যাক্সিকে ফেরালেন সন্দীপ

    ৫৪ রান করে মাঠ ছাড়লেন আরসিবির তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ১৮তম ওভারের তৃতীয় বলে একেবারে স্টাম্প ছিটকে দেন সন্দীপ।

  • 14 May 2023 04:51 PM (IST)

    ম্যাক্সির হাফসেঞ্চুরি

    ৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১৩৫।

  • 14 May 2023 04:46 PM (IST)

    কার্তিক আউট

    ১৬তম ওভারে আরসিবিকে দ্বিতীয় ধাক্কা দিলেন অ্যাডাম জাম্পা। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক।

  • 14 May 2023 04:43 PM (IST)

    মহিপাল আউট

    পরপর উইকেট হারাচ্ছে আরসিবি। এ বার মহিপাল লোমরোরের উইকেট তুলে নিলেন অ্যাডাম জাম্পা।

  • 14 May 2023 04:39 PM (IST)

    হাফসেঞ্চুরির পর আউট ডু’প্লেসি

    ৪৪ বলে ৫৫ রান করে মাঠ ছাড়লেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি।

  • 14 May 2023 04:36 PM (IST)

    ডু’প্লেসির হাফসেঞ্চুরি

    ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি।

  • 14 May 2023 04:17 PM (IST)

    ইনিংসের মাঝপথে আরসিবি

    আরসিবি প্রথম ১০ ইনিংসের মধ্যে ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে। ক্রিজে ফাফ ডু’প্লেসি (৩৭*) ও গ্লেন ম্যাক্সওয়েল (২০*)।

  • 14 May 2023 04:02 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি আইপিএলে ৪ হাজার রানের রেকর্ড পূর্ণ করলেন।

  • 14 May 2023 03:59 PM (IST)

    বিরাট আউট

    ১৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। রাজস্থানকে প্রথম উইকেট এনে দিলেন কেএম আসিফ।

  • 14 May 2023 03:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • আরসিবির পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে আরসিবি।
    • ডু’প্লেসি ব্যাটিং করছেন ২৩* রানে।
    • বিরাট রয়েছেন ১৭* রানে।
  • 14 May 2023 03:51 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৩৪/০

    • আরসিবির ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে আরসিবি।
    • ক্রিজে বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি।
  • 14 May 2023 03:31 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি। বোলিংয়ে সূচনায় সন্দীপ শর্মা।

  • 14 May 2023 03:21 PM (IST)

    RCB একাদশ

    ওয়ানিন্দু হাসারঙ্গার জায়গায় একাদশে এসেছেন মাইকেল ব্রেসওয়েল। আর জস হ্যাজেলউডের পরিবর্তে একাদশে এন্ট্রি হয়েছে ওয়েন পার্নেল।

    আরসিবির একাদশ – ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, মাইকেল ব্রেসওয়েল, ওয়েন পার্নেল, করণ শর্মা, হর্ষল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

    সাবস্টিটিউট – বিশাখ বিজয় কুমার, ফিন অ্যালেন, শাহবাজ আহমেদ, হিমাংশু শর্মা, সূয়াশ প্রভুদেশাই।

  • 14 May 2023 03:15 PM (IST)

    RR একাদশ

    ট্রেন্ট বোল্টের জায়গায় একাদশে এসেছেন অ্যাডাম জাম্পা।

    রাজস্থানের একাদশ – জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল।

    সাবস্টিটিউট – দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগ, কুলদীপ যাদব, নবদীপ সাইনি, ডোনোভান ফেরেইরা।

  • 14 May 2023 03:03 PM (IST)

    টস আপডেট

    রাজস্থানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি।

  • 14 May 2023 02:50 PM (IST)

    স্টেডিয়ামের পথে পিঙ্ক আর্মি

    আরসিবিকে হারানোর লক্ষ্য নিয়ে আজ ঘরের মাঠে নামছে রাজস্থান।

  • 14 May 2023 02:45 PM (IST)

    পয়েন্ট টেবলে আরসিবি কোথায়

    চলতি আইপিএের পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে ফাফ ডু’প্লেসির আরসিবি।

  • 14 May 2023 02:42 PM (IST)

    পয়েন্ট টেবলে রাজস্থান কোথায়

    চলতি আইপিএের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

  • 14 May 2023 02:40 PM (IST)

    এগিয়ে কারা?

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ প্রিভিউ – RR vs RCB IPL 2023 Match Prediction : জয়পুরে পাওয়ারফুল ওপেনারদের লড়াই

  • 14 May 2023 02:35 PM (IST)

    রবি-বিকেলের ম্যাচে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি?

    রাজস্থান বনাম আরসিবি এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন – IPL 2023 : সঞ্জুর পিঙ্ক আর্মির ডেরায় কি বাজিমাত করতে পারবেন ডু’প্লেসিরা?

  • 14 May 2023 02:30 PM (IST)

    আজ দুই রয়্যালের লড়াই

    আর কিছুক্ষণ পর শুরু হবে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচ। মুখোমুখি রাজস্থান ও ব্যাঙ্গালোর।