জয়পুর : চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে জয়পুরে আজ মুখোমুখি হয়েছিল দুই রয়্যাল। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ২টো দলেরই প্রয়োজন ছিল জয়। জয়পুরে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে আরসিবি। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি। কিন্তু অধিনায়ক ফাফ ডু’প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে জোড়া হাফসেঞ্চুরি এসেছে। শেষবেলায় অনুজ রাওয়াত ক্যামিও ইনিংস খেলে যান (১১ বলে ২৯ নট আউট)। যার ফলে রাজস্থানকে ১৭২ রানের টার্গেট দেয় আরসিবি। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় পিঙ্ক আর্মি। ১১২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরসিবি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন রাজস্থান-আরসিবি ম্যাচের খুঁটিনাটি তথ্য।
রাজস্থানকে ১১২ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবলের ৫ নম্বরে উঠেছে আরসিবি।
রাজস্থানের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ওয়েন পার্নেল পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।
গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের লজ্জার হার। মাত্র ৫৯ রানে অলআউট সঞ্জু স্যামসনের দল। পিঙ্ক আর্মিকে তাদের ঘরের মাঠে ১১২ রানের বিরাট ব্যবধানে হারালেন কোহলিরা।
পড়ুন বিস্তারিত – RR vs RCB, IPL Match Result: রাজস্থানের ডেরায় বিরাটদের দাদাগিরি, প্লে অফে টিকে রইল আরসিবি
রাজস্থানের বোলারদের কার্যত আজ দাঁড়াতে দেননি আরসিবির বোলাররা। বিরাটের দলের হয়ে সর্বাধিক, ৩টি উইকেট নিয়েছেন ওয়েন পার্নেল। ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে পার্নেলের ঝুলিতে।
৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস। ১১২ রানের বিরাট ব্যবধানে জয় আরসিবির।
অ্যাডাম জাম্পা আউট। নবম উইকেট হারাল রাজস্থান। জয়ের কাছাকাছি আরসিবি।
দলের প্রবল চাপের মধ্যে ৩৫ রান করে মাঠ ছাড়লেন শিমরন হেটমায়ার। গ্লেন ম্যাক্সওয়েল তুলে নিলেন শিমরন হেটমায়ারের উইকেট।
রান আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। শূন্যে ফিরলেন অশ্বিন।
বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে বসলেন ধ্রুব জুরেল। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন মহিপাল লোমরোর।
রাজস্থানের পাওয়ার প্লে-র খেলা শেষ। এর মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান। স্কোরবোর্ডে উঠেছে ২৮ রান।
ওয়েন পার্নেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন জো রুট। ১৫ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন রুট।
দেবদত্ত পাড়িক্কালকে ফেরালেন মাইকেল ব্রেসওয়েল। চতুর্থ ধাক্কা খেল রাজস্থান। মহম্মদ সিরাজের লো ক্যাচ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আউট দেন থার্ড আম্পায়ার।
পিঙ্ক আর্মির অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে ফেলল রাজস্থান। দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট তুলে নিলেন ওয়েন পার্নেল। ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়লেন রাজস্থানের অধিনায়ক।
জস বাটলারের উইকেট তুলে নিলেন ওয়েন পার্নেল। ২ বলের সামনাসামনি হলেও শূন্যে আউট হলেন রাজস্থানের ওপেনার।
ম্যাচের শুরুতেই মহম্মদ সিরাজের বলে উইকেট দিয়ে বসলেন রাজস্থানের বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন যশস্বী। এই ম্যাচে রান না পাওয়ায় অরেঞ্জ ক্যাপের দৌড়ে ফাফ ডু’প্লেসিকে টপকে যাওয়া হল না যশস্বীর।
জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে আরসিবি। রাজস্থানের টার্গেট ১৭২।
৫৪ রান করে মাঠ ছাড়লেন আরসিবির তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ১৮তম ওভারের তৃতীয় বলে একেবারে স্টাম্প ছিটকে দেন সন্দীপ।
৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১৩৫।
১৬তম ওভারে আরসিবিকে দ্বিতীয় ধাক্কা দিলেন অ্যাডাম জাম্পা। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক।
পরপর উইকেট হারাচ্ছে আরসিবি। এ বার মহিপাল লোমরোরের উইকেট তুলে নিলেন অ্যাডাম জাম্পা।
৪৪ বলে ৫৫ রান করে মাঠ ছাড়লেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
আরসিবি প্রথম ১০ ইনিংসের মধ্যে ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে। ক্রিজে ফাফ ডু’প্লেসি (৩৭*) ও গ্লেন ম্যাক্সওয়েল (২০*)।
আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি আইপিএলে ৪ হাজার রানের রেকর্ড পূর্ণ করলেন।
Seeing it in 4K resolution! ?
Captain Faf reaches another elite milestone! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RRvRCB pic.twitter.com/7KANwURreC
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 14, 2023
১৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। রাজস্থানকে প্রথম উইকেট এনে দিলেন কেএম আসিফ।
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি। বোলিংয়ে সূচনায় সন্দীপ শর্মা।
ওয়ানিন্দু হাসারঙ্গার জায়গায় একাদশে এসেছেন মাইকেল ব্রেসওয়েল। আর জস হ্যাজেলউডের পরিবর্তে একাদশে এন্ট্রি হয়েছে ওয়েন পার্নেল।
আরসিবির একাদশ – ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, মাইকেল ব্রেসওয়েল, ওয়েন পার্নেল, করণ শর্মা, হর্ষল প্যাটেল ও মহম্মদ সিরাজ।
সাবস্টিটিউট – বিশাখ বিজয় কুমার, ফিন অ্যালেন, শাহবাজ আহমেদ, হিমাংশু শর্মা, সূয়াশ প্রভুদেশাই।
ট্রেন্ট বোল্টের জায়গায় একাদশে এসেছেন অ্যাডাম জাম্পা।
রাজস্থানের একাদশ – জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল।
সাবস্টিটিউট – দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগ, কুলদীপ যাদব, নবদীপ সাইনি, ডোনোভান ফেরেইরা।
রাজস্থানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
আরসিবিকে হারানোর লক্ষ্য নিয়ে আজ ঘরের মাঠে নামছে রাজস্থান।
Gonna miss these bus rides to SMS ? #IPL2023 | @goeltmt pic.twitter.com/Zx8zXN8pZk
— Rajasthan Royals (@rajasthanroyals) May 14, 2023
চলতি আইপিএের পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে ফাফ ডু’প্লেসির আরসিবি।
চলতি আইপিএের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ প্রিভিউ – RR vs RCB IPL 2023 Match Prediction : জয়পুরে পাওয়ারফুল ওপেনারদের লড়াই
রাজস্থান বনাম আরসিবি এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন – IPL 2023 : সঞ্জুর পিঙ্ক আর্মির ডেরায় কি বাজিমাত করতে পারবেন ডু’প্লেসিরা?
আর কিছুক্ষণ পর শুরু হবে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচ। মুখোমুখি রাজস্থান ও ব্যাঙ্গালোর।