IPL 2023 : মুখোমুখি পিঙ্ক ও অরেঞ্জ আর্মি, কোন কোন রেকর্ডে থাকবে নজর?

RR vs SRH, IPL 2023 : চলতি আইপিএলে আজ রাজস্থানের হোম ম্যাচ রয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে নামবে সঞ্জুর দল। রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

IPL 2023 : মুখোমুখি পিঙ্ক ও অরেঞ্জ আর্মি, কোন কোন রেকর্ডে থাকবে নজর?
IPL 2023 : মুখোমুখি পিঙ্ক ও অরেঞ্জ আর্মি, কোন কোন রেকর্ডে থাকবে নজর?
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 9:30 AM

জয়পুর : চলতি আইপিএলে (IPL 2023) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আহামরি পারফর্ম করছে না সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad)। এখনও অবধি ১০ ম্যাচে খেলে রাজস্থানের জয় ৫টি, হার ৫টি। পিঙ্ক আর্মির থেকে ১টি কম ম্যাচে খেলেছে হায়দরাবাদ। তাতে জয় ৩ ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের লাস্ট বয় এখন অরেঞ্জ আর্মি। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে নামবে সঞ্জুর দল। অন্যদিকে শেষ ম্যাচে অরেঞ্জ আর্মিও হেরেছিল। ফলে মার্করামদের নজরও ২ পয়েন্টে। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) যশস্বী জয়সওয়াল – আইপিএলে ১ হাজার পূর্ণ করতে হলে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রয়োজন আর ১১ রান।

২) রাহুল ত্রিপাঠী – সানরাইজার্স হায়দরাবাদের রাহুল ত্রিপাঠীর আইপিএলে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য প্রয়োজন ১২ রান।

৩) সঞ্জু স্যামসন – রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের আইপিএলে ৩০০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য প্রয়োজন আর ৩টি চার।

৪) জস বাটলার – রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের আইপিএলে ১৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ করার জন্য প্রয়োজন আর ৫টি ছয়।

৫) যুজবেন্দ্র চাহাল – আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের মালিক ডোয়েন ব্র্যাভো (১৮৩)। এই রেকর্ড ভাঙতে হলে যুজবেন্দ্র চাহালের আর প্রয়োজন ৫টি উইকেট।

৬) মায়াঙ্ক আগরওয়াল – টি-২০ ক্রিকেটে ৪৫০টি চারের মাইলস্টোন পূর্ণ করার জন্য মায়াঙ্কের প্রয়োজন আর ৪টি চার। একইসঙ্গে আইপিএলে ২৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য মায়াঙ্ককে আর ৩টি চার মারতে হবে।

৭) টি নটরাজন – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য টি নটরাজনের প্রয়োজন আর ৪টি উইকেট।