হানঝাউ: ক্রিকেট, ফুটবল, হকি হোক বা স্কোয়াশ ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে থাকে। এ বারের এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের টিম ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। হকিতে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে গতকাল (৩০ সেপ্টেম্বর) নেমেছিলেন হরমনপ্রীত সিংরা। এশিয়ান গেমসের (Asian Games 2023) অন্যতম সফল টিম পাকিস্তান। ৮ বার হকিতে এশিয়াড খেতাব আছে পাকিস্তানের। সেই টিমকে এ বার উড়িয়ে দিলেন হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়রা। শনিবার হরমনপ্রীত সিংরা পাকিস্তানকে ১০-২ গোলে হারিয়েছেন।আর এই ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। সেই ছবি এবং ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
A ten-acious performance as we finish our match against Pakistan with a convincing scoreline of 10-2. 🏑 👏🏽#Cheer4india | #IndiaAtAG22 pic.twitter.com/lWUlRsfI6j
— Team India (@WeAreTeamIndia) September 30, 2023
৩০ সেপ্টেম্বর গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ভারত-পাক হকি ম্যাচের উত্তেজনা ছিল দেখার মতো। সেই ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন এশিয়াডে ভারতের ক্রিকেট টিমকে নেতৃত্ব দেওয়া ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর সঙ্গে ছিলেন আইপিএল থেকে নজরকাড়া উত্থান হওয়া যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, অর্শদীপ সিং, আবেশ খান, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মারা।
Two sports, one spirit! The Indian cricket team joins hands with the Indian hockey team for glory at the Asian Games 2023! pic.twitter.com/DcbVjS4Xew
— SunRisers OrangeArmy Official (@srhfansofficial) September 30, 2023
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিষেক-ললিত-হরমনপ্রীতদের গোলের সুনামির পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রিঙ্কু সিং-যশস্বী জয়সওয়ালদের। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
Rinku Singh, Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad enjoying India’s massive victory over Pakistan in Hockey.
Everything is temporary, but India defeating Pakistan is permanent be it any field.
Why do you even play Pakistan?#IndiaAtAsianGames #NZvPAK #NZvsPAK #PAKvNZ pic.twitter.com/ZvfQ3eVbIW
— Kumaril bhatt (@BhattKumaril) September 30, 2023
উল্লেখ্য, ৩ অক্টোবর ভারতীয় পুরুষ ক্রিকেট টিম এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে।
Our Men’s Cricket Team has arrived at the Athlete’s Village! 🏏
They will be in action starting 3rd October in the Quarter Finals.
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 | @BCCI | #Cricket pic.twitter.com/loaiX4gJSp
— Team India (@WeAreTeamIndia) October 1, 2023