
বেঙ্গালুরু: অজিদের (Australia) ৪-১ ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে নেমেছে ভারত (India)। টস ভাগ্য সঙ্গ দেয়নি সূর্যকুমার যাদবের। এই সিরিজের ৫ ম্যাচের মাত্র ১টিতে টস জিতেছিলেন সূর্য। এ বার দেখার ম্যাচে কী হয়। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। অন্যান্য দিনের মতো ভারতীয় দলের শুরুটা আজ ভালো হয়নি। টিম ইন্ডিয়ার ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) আজ বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কিন্তু তার মধ্যেই গড়েছেন এক রেকর্ড। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলে, ঋতু আজ বিরাট ও রাহুলের এক রেকর্ড ভেঙে ফেলতে পারতেন। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিবার বেঙ্গালুরুতে মেঘলা আবহাওয়া। ম্যাচের আগে হালকা বৃষ্টিও হয়েছিল। যে কারণে পিচ স্লো, আউটফিল্ড স্লো। শট খেলতে অসুবিধা হচ্ছিল ঋতুরাজ, যশস্বীদের। যে শটে ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়েছিলেন, তাতে তিনি মিড অফের উপর দিয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং ঠিক হয়নি। যে কারণে বেনের হাতে ক্যাচ দিয়ে বসেন। আজ নতুন বলও থমকে থমকে আসছিল। ১২ বলে ১০ রান করে মাঠ ছাড়েন ঋতুরাজ। এই ইনিংসের সুবাদে তিনি এই দ্বিপাক্ষিক সিরিজ শেষ করলেন ২৩৩ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান করলেন ঋতুরাজই।
Most runs for india in bilateral T20I series :-
1. Kohli – 231 runs in 5 matches vs Eng2. Ruturaj – 223 runs in 5 matches vs Aus
3. KL Rahul – 224 runs in 5 matches vs NZ
4. Ishan – 206 runs in 5 matches vs SF
5. Shreyas – 204 runs in 3 matches vs SL#RuturajGaikwad 💙🤩 pic.twitter.com/6M9t2UjWxI
— Kunal Bishwal 𓃵 (@KunalBishwal07) December 3, 2023
ভারতের হয়ে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির নামে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে এই কীর্তি গড়েছিলেন বিরাট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২০ সালের টি-২০ সিরিজে লোকেশ রাহুল ২২৩ রান করেছিলেন। এই তালিকায় তিন নম্বরে পৌঁছলেন ঋতুরাজ গায়কোয়াড়। আজ, বেঙ্গালুরুতে ১৯ রান করতে পারলেই বিরাট কোহলিকে ছাপিয়ে যেতেন ঋতু। আর ১১ রান করলেই লোকেশ রাহুলকে এই রেকর্ডের দিক থেকে ছাপিয়ে যেতে পারতেন। কিন্তু আজ ১০ রানে আউট হওয়ায় বিরাট-রাহুলের রেকর্ড নিরাপদ রইল।