
পার্ল: লক্ষ্মীবারে পাওয়া যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ওডিআই সিরিজের চ্যাম্পিয়নদের। পার্লে চলছে দুই দলের তৃতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ওডিআইতে ফিল্ডিং করার সময় আঙুলে (অনামিকাতে) চোট পেয়েছিলেন ঋতুরাজ। সেই চোট পুরোপুরি সেরে ওঠেনি বলে সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না ঋতুরাজের। অবশ্য ঋতুরাজের চোট শাপে বর হল বিরাট কোহলির এক সতীর্থর। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলা রজত পাতিদারের (Rajat Patidar) পার্লে ওডিআই অভিষেক হয়েছে।
পার্লে টসের পর ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানান, ভারতের একাদশে দুটি পরিবর্তন আছে। আঙুলে চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না ঋতুরাজ গায়কোয়াড়। রজত পাতিদারের ওডিআই অভিষেক হচ্ছে। এবং কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। একইসঙ্গে বোর্ড বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়।
UPDATE – Ruturaj Gaikwad hasn’t fully recovered from the blow he sustained to his ring finger while fielding in the second ODI. He remains under the supervision of the BCCI Medical Team.#TeamIndia | #SAvIND
— BCCI (@BCCI) December 21, 2023
২৬ বছর বয়সী ওপেনার ঋতুরাজ গায়কোয়ড় ভারতের টেস্ট টিমেও রয়েছেন। তাঁর আঙুলের চোট ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি ঋতুরাজ টেস্ট সিরিজে খেলতে পারবেন? প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরবেন বিরাট, রোহিতরা। এ বার দেখার টেস্টে ভারতের একাদশে সুযোগ পান কারা।
আইপিএলে বিরাট কোহলির সঙ্গে আরসিবিতে খেলার অভিজ্ঞতা রয়েছে রজত পাতিদারের। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলার সুবাদে এ বার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন রজত পাতিদার। অবশ্য ক্রিকেট মহলে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, ঋতুরাজ যদি চোট না পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে যেতেন তা হলে কি ডেবিউ হত রজতের? অভিষেক ম্যাচে অবশ্য সেই অর্থে নজর কাড়তে পারেননি রজত। ১৬ বলে ২২ রান করেন রজত।