Ruturaj Gaikwad: ১২ বাউন্ডারিতে ঋতুরাজের দুরন্ত সেঞ্চুরি, রাজকোটে প্রোটিয়াদের হারাল ভারত
India A vs South Africa A: ভারত এ দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় ১২৯ বলে ১১৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা এ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারতকে ২৮৬ রানের টার্গেট দিয়েছিল। সেখানে ৬ উইকেটে ২৯০ রান পূরণ করে ফেলে ভারত এ।

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট (Test) ম্যাচ খেলতে নামার আগে ঋতুরাজ গায়কোয়াড়দের (Ruturaj Gaikwad) কাছে হেরে গেলেন প্রোটিয়ারা। কি শুনতে অবাক লাগছে? আসলে রাজকোটে আজ, বৃহস্পতিবার ছিল ভারত এ ও দক্ষিণ আফ্রিকা এ টিমের প্রথম আনঅফিসিয়াল ওডিআই ম্যাচ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারকুয়েস। ডেলানো পটগিটারের ৯০ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা তিলক ভার্মার দলকে ২৮৬ রানের টার্গেট দেয়। ঋতুর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ম্যাচ জিতেছে ভারত-এ।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। ডেলানো পটগিটার ও ফোরেস্টার কিছুটা প্রতিরোধ গড়েন। ভারতীয় বোলারদের মধ্যে আকাশ সিং ও রাজ বাওয়া দু’জনেই ২টি করে উইকেট নেন। আর একটি করে উইকেট নেন এম প্রসিধ ও নিশান্ত সিন্ধু।
এরপর ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দলের শুরুটা ছিল দারুণ। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় একদম শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন। তিনি ১২৯ বলে ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার। তাঁর সঙ্গেই তিলক বর্মা ও অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন।
শেষ পর্যন্ত ভারতীয় দল ৪৯.৩ ওভারেই ৬ উইকেটে ২৯০ রান তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে। দলের জয় নিশ্চিত হয় ঋতুরাজের সেঞ্চুরি ও বাকিদের অবদানে। ঋতুর ১১৭ ইনিংস ছাড়া ক্যাপ্টেন তিলক করেন ৩৯ রান। ওপেনার অভিষেক শর্মার ব্যাটে আসে ৩১ রান। নীতীশ কুমার রেড্ডি করেন ৩৭ রান। আর নিশান্ত সিন্ধু ২৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ঋতু। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সকলে বলাবলি শুরু করে দিয়েছেন, এই ইনিংস দিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে শুরু করে দিলেন ঋতু। কারণ, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের পর এই দুই দল ওডিআই সিরিজে খেলবে।
– Lots of trolls. – People Questioning on him. – He’s comeback in India A side. – India A chasing 286 Vs SA A. – He smashed an incredible Hundred. – Completed Hundred with a SIX.
THIS IS RUTURAJ GAIKWAD FOR YOU, RUTU IS BACK..!!!!! 🫡🌟 pic.twitter.com/h2p87rnwM7
— Tanuj (@ImTanujSingh) November 13, 2025
উল্লেখ্য, রাজকোটে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ৪ উইকেটে ভারতের এই জয়ের ফলে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওডিআই সিরিজে ভারত ‘এ’ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
