IPL 2023: ৮ রানের জন্য শতরান হাতছাড়া ঋতুরাজের, আইপিএলে সেঞ্চুরি মহম্মদ সামির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 02, 2023 | 9:11 PM

GT vs CSK, IPL: আইপিএল-১৬-র প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে ধোনির চেন্নাইকে।

IPL 2023: ৮ রানের জন্য শতরান হাতছাড়া ঋতুরাজের, আইপিএলে সেঞ্চুরি মহম্মদ সামির
৮ রানের জন্য শতরান হাতছাড়া ঋতুরাজের, আইপিএলে সেঞ্চুরি মহম্মদ সামির

Follow Us

আমেদাবাদ: অরিজিৎ সিংয়ের সুপার ডুপার হিট গানের পসরা, রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়ার দুরন্ত পারফরম্যান্স দিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পর আইপিএল-১৬-র (IPL 2023) বল মাঠে গড়িয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রথম ম্যাচ। এ বারের আইপিএলের প্রথম ম্যাচে টস ভাগ্য মাহির সঙ্গ দেয়নি। শিষ্য হার্দিকের কাছে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে সিএসকেকে। ইয়েলোব্রিগেডের হয়ে ওপেনিংয়ে নামেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ২৬ বছর বয়সী ঋতুরাজ। আইপিএলের ১৬তম সংস্করণের উদ্বোধনী ম্যাচকে জমজমাট করেছেন সিএসকের ঋতুরাজ। মাত্র ৮ রানের জন্য এই মরসুমের প্রথম শতরানটা হাতছাড়া হয়েছে ঋতুরাজের। ২০২১ সালের আইপিএলে তিনিই ছিলেন অরেঞ্জ ক্যাপজয়ী ব্যাটার। গত মরসুমে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারও ছিলেন ঋতুই। আইপিএল-২০২৩ এর প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন গুজরাট জায়ান্টসের মহম্মদ সামিও (Mohammed Shami)। কিন্তু কীভাবে? বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

এই আইপিএলের প্রথম ম্যাচে নিজের ছাপ রেখে গেলেন ঋতুরাজ। আইপিএল-১৬-র প্রথম চার, প্রথম ছয়, প্রথম হাফসেঞ্চুরি সবকটাই এল ঋতুরাজের ব্যাটে। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঋতুরাজ। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন ঋতু। তবে ঋতুর শতরানের স্বপ্নে জল ঢেলে দেন গুজরাটের হয়ে ডেবিউ ম্যাচ খেলতে নামা জস লিটল। ১৭.১ ওভারে ডেবিউ ম্যাচে খেলতে নামা জস ফুলটস বল করেন ঋতুকে। সেই বল চেক করে আম্পায়ার দেখেন, তা কোমরের ওপরে ছিল না। ফলে লাল বাতি দেখিয়ে ঋতুকে আউট দেন। ৫০ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন ঋতুরাজ। ৯২ রানের দুরন্ত ইনিংস খেলার পথে ৪টি চার ও ৯টি ছয় মেরেছেন তিনি। ১৮৪ স্ট্রাইকরেট ছিল তাঁর।

এ তো গেল আইপিএল-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে ঋতুরাজের পারফরম্যান্স। অন্যদিকে আজ সিএসকের প্রথম উইকেট তুলে নিয়েই মহম্মদ সামি আইপিএলে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড পূর্ণ করেছেন। ২.২ ওভারে কিউয়ি ওপেনার ডেভন কনওয়ের উইকেট ছিটকে দিয়ে সামি আইপিএল কেরিয়ারের শততম উইকেট নেওয়ার নজির গড়েছেন। পাশাপাশি সিএসকের শিবম দুবের উইকেটটিও নিয়েছেন সামি। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে চেন্নাই সুপার কিংস। আইপিএল-১৬র প্রথম ম্যাচ জিততে হলে হার্দিকের টাইটান্সকে তুলতে হবে ১৭৯ রান।

Next Article