India vs Australia T20 2023: অজিদের বিরুদ্ধে ‘ঋতুর-রাজ’, যে রেকর্ড কোহলিরাও গড়তে পারেননি…

IND vs AUS T20I 2023, Ruturaj Gaikwad: ভারতীয় ব্যাটারদের দক্ষতা নিয়ে কারও কোনও প্রশ্নের জায়গা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কেউ শতরান করেননি। বিরাট কোহলির ৯০ রানই ছিল সর্বাধিক। এ বার নতুন কীর্তি ঋতুরাজের। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজ করলেন ঋতু। রোহিত, কোহলিরা যা পারেননি, সেই রেকর্ড গড়লেন। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান করলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন।

India vs Australia T20 2023: অজিদের বিরুদ্ধে ঋতুর-রাজ, যে রেকর্ড কোহলিরাও গড়তে পারেননি...
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 28, 2023 | 9:28 PM

গুয়াহাটি: রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। বহু ব্যবহারে ক্লিশে বাক্য। কিন্তু ঋতুরাজ এমন কিছু করলেন, যে রেকর্ড কোনও দিনই গড়া হয়নি! ভারতীয় ব্যাটারদের দক্ষতা নিয়ে কারও কোনও প্রশ্নের জায়গা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কেউ শতরান করেননি। বিরাট কোহলির ৯০ রানই ছিল সর্বাধিক। এ বার নতুন কীর্তি ঋতুরাজের। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজ করলেন ঋতু। রোহিত, কোহলিরা যা পারেননি, সেই রেকর্ড গড়লেন। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান করলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতে সুইং হবে এমনটাই প্রত্যাশিত ছিল। সতর্ক ব্যাটিং করতে হত ওপেনারদের। যদিও যশস্বী জয়সওয়াল সেই ধৈর্য দেখাতে পারেননি। তিনে নামা ঈশান কিষাণও দ্রুত ফেরেন। সূর্যকুমার যাদবের সঙ্গে ইনিংসের হাল ধরেছিলেন ঋতুরাজ। গত ম্যাচেও দেখা গিয়েছে, ইনিংস অ্যাঙ্কর করেছেন ঋতুরাজ। তৃতীয় টি-টোয়েন্টিতেও সেটাই করছিলেন। মূলত রানের গতি বাড়ানোর দায়িত্ব নেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করেছিলেন ঋতুরাজ। তবে ইনিংসে গতি ছিল না। উল্টোদিক থেকে বাকিরা বিধ্বংসী ব্যাট করেন। তৃতীয় ম্যাচে সূর্য আউট হতেই ঋতুরাজের তাণ্ডব। হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৩২ বলে। সেঞ্চুরিতে পৌঁছন মাত্র ৫২ বলে। অর্থাৎ ৫০ থেকে ১০০-র পথ মাত্র ২০ বলের! শুধু তাই নয়, অপরাজিত থাকলেন তিনি। ৫৭ বলে ১২৩! সেঞ্চুরির ইনিংসে স্ট্রাইকরেট ২১৫-এর বেশি। এর থেকেই পরিষ্কার, অজি বোলারদের কী ভাবে শাসন করেছেন।