মুম্বই: মাইলফলক ম্যাচে সুপারহিট প্রোটিয়া তারকা কুইন্টন ডি’কক (Quinton De Kock)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে দুরন্ত জয় দক্ষিণ আফ্রিকার (South Africa)। প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’কক দুরন্ত ছন্দে রয়েছেন। কেরিয়ারের ১৫০তম ওডিআই ম্যাচে নেমে ১৭৪ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন তিনি। হারের হ্যাটট্রিকের পর এমনিতেই বিধ্বস্ত ছিল টাইগার্সরা। নিয়মিত ক্যাপ্টেন সাকিব আল হাসান প্রোটিয়াদের বিরুদ্ধে ফেরার পরও দলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হল না। সাকিব বল হাতে ১টি উইকেট নিলেও, ব্যাটে কার্যত কিছুই করতে পারেননি। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে দুরন্ত শতরান করেন বাংলাদেশের মাহমুদউল্লাহ। কিন্তু একা কুম্ভ হয়ে রক্ষা করতে পারলেন না তিনি। এই নিয়ে বিশ্বকাপে টানা ৪ ম্যাচে হারল বাংলাদেশ। ম্যাচের বিস্তারিত পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়াংখেড়েতে কার্যত কুইন্টন ডি’ককের ব্যাটের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেলেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা। ওপেনিংয়ে নেমে ৪৫ ওভার অবধি ক্রিজে কাটান ডি’কক। ১০১ বলে শতরান পূর্ণ করেন প্রোটিয়া ওপেনার। চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় শতরান এল ডি’ককের ব্যাটে। সেই সঙ্গে প্রোটিয়া হিসেবে বিশ্বকাপের এক মরসুমে সেঞ্চুরিতে এবিডিকে টপকালেন ডি’কক। ১৫টি চার ও ৭টি ছক্কার সুবাদে একাই ডি’কক করেন ১৭৪ রান। চলতি বিশ্বকাপে চার ম্যাচে খেলে ৩টিতে তিনশোর বেশি রান করেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিরুদ্ধে ডি’ককের অনবদ্য ১৭৪ রান, হেনরিখ ক্লাসেনের ৯০ রানের ক্লাসিক ইনিংস এবং স্ট্যান্ড ইন ক্যাপ্টেন এইডেন মার্কব়্যামের ৬০ রানের সুবাদে প্রোটিয়ারা তোলে ৩৮২ রান। উইকেট হারায় ৫টি।
দক্ষিণ আফ্রিকা ৩৮২-৫ (৫০ ওভার)
বাংলাদেশ ২৩৩ (৪৬.৪ ওভার)
১৪৯ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে। ওপেনিংয়ে তানজিদ হাসান (১২) এবং লিটন দাস (২২) দু’জনই বড় জুটি গড়তে ব্যর্থ। ৩৮৩ রানের টার্গেট তাড়া করায় বাংলাদেশের কোনও জুটিই জমাট হয়নি। নিয়মিত ব্যবধানে টাইগার্সদের ধাক্কা দিতে থাকেন মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজিরা। বাংলাদেশের ক্যাপ্টেন ফেরেন ১ রানে। মেহেদি হাসান মিরাজ ১১ করেন। নাসুমের ব্যাটে এসেছে ১৯ রান। বাংলাদেশের হয়ে লড়াই করেন মাহমুদউল্লাহ। দলের চাপের মুখে ৬৭ বলে অর্ধশতরান করেন মাহমুদউল্লাহ। দেখতে দেখতে অপর প্রান্তে উইকেট পড়তে থাকলেও মাহমুদউল্লাহ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ অবধি ১১১ রান করেন তিনি। ৪৬.৪ ওভারে ২৩৩ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ১৪৯ রানের বড় ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে প্রোটিয়ারা পৌঁছে গেল পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে।