SA20: কিউয়িদের বিরুদ্ধে টেস্টের মাঝেই SA20 লিগ শুরু, কী করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 17, 2023 | 7:30 AM

South Africa: ১ মাস ধরে চলবে এসএ২০ (SA20) লিগের দ্বিতীয় সংস্করণ। কিন্তু প্রোটিয়াদের এই টি-২০ লিগের সূচি প্রকাশ হওয়ার পর এক বিপত্তি দেখা দিয়েছে।

SA20: কিউয়িদের বিরুদ্ধে টেস্টের মাঝেই SA20 লিগ শুরু, কী করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড?
SA20: কিউয়িদের বিরুদ্ধে টেস্টের মাঝেই SA20 লিগ শুরু, কী করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার (South Africa) ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ এসএ২০-র দ্বিতীয় সংস্করণের দিনক্ষণ প্রকাশিত হল। এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। সদ্য SA20-র পক্ষ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে জানা গিয়েছে টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ ১ মাস ধরে চলবে এসএ২০ (SA20) লিগের দ্বিতীয় সংস্করণ। কিন্তু প্রোটিয়াদের এই টি-২০ লিগের সূচি প্রকাশ হওয়ার পর এক বিপত্তি দেখা দিয়েছে। কারণ, এসএ২০ লিগ চলাকালীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার (New Zealand vs South Africa) টেস্ট সিরিজ রয়েছে। এই পরিস্থিতিতে কী করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এসএ২০ লিগের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচে (১০ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও জো’বার্গ সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার ৬টি ভেনুতে টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ হবে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি। প্রথম টেস্ট শেষ হওয়ার কথা ৮ ফেব্রুয়ারি। এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ১৩-১৭ ফেব্রুয়ারি। এই সময় যেহেতু এসএ২০ লিগ চলবে তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্ণ শক্তির টেস্ট দল বাছতে পারবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিএসএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেতসি মোসেকি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ৬টি এসএ২০ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে যাবেন না। যে কারণে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ছাড়া একাধিক ক্রিকেটারকে টেস্ট সিরিজের জন্য পাঠাতে পারবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকার টেস্ট টিমের অধিনায়ক তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনের মতো একাধিক ক্রিকেটার এসএ২০ লিগের সঙ্গে চুক্তিবদ্ধ। ২৭ সেপ্টেম্বর রয়েছে এসএ২০-র নিলাম। সেই সময় আরও কিছু ক্রিকেটার এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হবেন। এই পরিস্থিতিতে কোনও ভাবেই ২০২৪ সালের এসএ২০ লিগ চলাকালীন নিউজিল্যান্ড সফরে পূর্ণ শক্তির দল পাঠানো সম্ভব নয় প্রোটিয়া ক্রিকেট বোর্ডের।

Next Article