Shubman Gill: প্রিন্স অব ক্রিকেটের ‘প্রাইসলেস’ ইনিংস, শুভমনের প্রশংসায় সচিন-বীরুরা
India vs England, 2nd Test: রাজার মতো প্রত্যাবর্তন করলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। একদিন আগেও যাঁরা শুভমনের ফর্ম নিয়ে প্রশ্ন তুলছিলেন, তাঁরাও আজ তাঁর শতরানের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট... অনেকেই এই তত্ত্বে বিশ্বাসী। ২৪ বছর বয়সী শুভমন গিল বিশাখাপত্তনমে শতরান করতেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন।
কলকাতা: খারাপ পারফর্ম করলে নেটিজ়েনরা যেমন ক্রিকেটারদের তুলোধনা করতে ছাড়েন না, তেমনই ভালো পারফর্ম করলে ক্রিকেটারদের সিংহাসনে বসাতেও ভোলেন না। রাজার মতো প্রত্যাবর্তন করলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। একদিন আগেও যাঁরা শুভমন গিলের (Shubman Gill) ফর্ম নিয়ে প্রশ্ন তুলছিলেন, তাঁরাও আজ তাঁর শতরানের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট… অনেকেই এই তত্ত্বে বিশ্বাসী। ২৪ বছর বয়সী শুভমন গিল বিশাখাপত্তনমে শতরান করতেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনও প্রশংসায় ভরিয়েছেন শুভমন গিলকে।
শুভমন গিলের বয়স আজকের দিনে ২৪ বছর ১৪৯ দিন। ২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গেলেন শুভমন গিল। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২৪ বছর বয়সে সচিনের ব্যাটে এসেছিল ৩০টি আন্তর্জাতিক শতরান। এবং ২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি করেছিলেন ২১টি শতরান।
টেস্ট কেরিয়ারে শুভমন গিল তৃতীয় শতরান করার পর তাঁকে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা প্রশংসায় ভরিয়েছেন। মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘শুভমন গিলের এই ইনিংসে ওর দক্ষতা চোখে পড়েছে। সঠিক সময়ে ১০০ করলে, তার জন্য শুভেচ্ছা।’
This innings by Shubman Gill was full of skill! Congratulations on a well timed 100!#INDvENG pic.twitter.com/rmMGE6G2wA
— Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2024
দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘২৫ বছরের কম বয়সী এই দুই যুবককে দেখে আনন্দিত বোধ করছি। দুজনই এই ভালো পারফর্ম করেছে। খুব সম্ভবত আগামী এক দশক বা তারও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে এই দুজনের আধিপত্য থাকবে।’
Glad to se two youngsters, both under 25 rising to the ocassion and standing out. Very likely that these two will dominate world cricket for the next decade and more. pic.twitter.com/fYzh8oOnaL
— Virender Sehwag (@virendersehwag) February 4, 2024
ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর ডান হাতি ব্যাটার শুভমনের প্রশংসা করেছেন।
This is the Shubman Gill we know! Can’t keep a good player quiet for long. Well played and keep going @ShubmanGill 👏🏽 #INDvENG pic.twitter.com/AkTa4D8fef
— Wasim Jaffer (@WasimJaffer14) February 4, 2024
ভারতের তরুণ তুর্কি শুভমনের প্রশংসা করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। তিনি লিখেছেন, ‘আশা করছি শুভমন গিল এই টেস্ট সেঞ্চুরি থেকে দারুণ আত্মবিশ্বাসী হবে এবং এই ফর্ম্যাটে ভালো পারফর্ম করতে করতে এগিয়ে যাবে।।’
Hoping Shubman Gill takes great confidence from this test century and that it open the floodgates for him in this format.
— Ian Raphael Bishop (@irbishi) February 4, 2024