Sachin Tendulkar Birthday: ওয়াংখেড়ে জুড়ে ‘সচিন… সচিন’ ধ্বনি, কেক কেটে জন্মদিন পালন করলেন মাস্টার ব্লাস্টার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 23, 2023 | 12:20 PM

Sachin Tendulkar's 50th Birthday: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচের মাঝে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অ্যাডভান্স বার্থ ডে সেলিব্রেট করলেন সচিন তেন্ডুলকর। ওয়াংখেড়েতে ৩০ হাজার ফ্যানেদের সচিন তেন্ডুলকরের ছবি দেওয়া মাস্ক দেওয়া হয়েছিল। কেক কেটে সচিন ৫০তম জন্মদিন পালনের সময় পুরো স্টেডিয়ামজুড়ে একটাই ধ্বনি শোনা যাচ্ছিল সচিন... সচিন...

Sachin Tendulkar Birthday: ওয়াংখেড়ে জুড়ে সচিন... সচিন ধ্বনি, কেক কেটে জন্মদিন পালন করলেন মাস্টার ব্লাস্টার
ওয়াংখেড়ে জুড়ে 'সচিন... সচিন' ধ্বনি, কেক কেটে জন্মদিন পালন করলেন মাস্টার ব্লাস্টার
Image Credit source: BCCI

Follow Us

মুম্বই : অপেক্ষার আর একটা দিন। এ যেন এক উৎসবের আমেজ। আসলে ২৪ এপ্রিল দিনটা সচিনপ্রেমীদের জন্য এক বিরাট দিন। কারণ সেদিন যে ক্রিকেটের ঈশ্বরের জন্মদিন। রাত পোহালেই মাস্টার ব্লাস্টারের জন্মদিন। জীবনের হাফসেঞ্চুরি করছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দেশজুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সচিনের ভক্তরা তাঁর জন্মদিনের সেলিব্রেশনে মেতে উঠেছে। ১৬তম আইপিএলে (IPL 2023) শনি-রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও চলল মাস্টার ব্লাস্টারের জন্মদিন সেলিব্রেশনের পালা। পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে শনি-রাতে মুম্বইয়ের (MI) ম্যাচের ইনিংসের মাঝপথে কেক কেটে অ্যাডভান্স বার্থ ডে সেলিব্রেট করেছেন সচিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০০৮ সাল থেকে ২০১৩ সাল অবধি ছয় বছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলেছেন সচিন তেন্ডুলকর। বর্তমানে না খেললেও তিনি এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজিই শনি-রাতে সচিন তেন্ডুলকরের জন্মদিন সেলিব্রেট করার আয়োজন করেছিল। ১০ বছর আগে সচিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনি ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামতেন। তাই মুম্বই ইন্ডিয়ান্সেরর তরফে প্রথম ইনিংসের দশম ওভার শেষে মাঠে উপস্থিত সকলকে সচিন, সচিন রব তোলার জন্যও আহ্বান করা হয়েছিল।

একইসঙ্গে ২২ এপ্রিল ছিল সচিনের শারজায় তোলা ঝড়ের ২৫ বছর পূর্তি। আসলে ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষেও সেলিব্রেশন হয়ে গেল। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সচিন।

Next Article