মুম্বই : অপেক্ষার আর একটা দিন। এ যেন এক উৎসবের আমেজ। আসলে ২৪ এপ্রিল দিনটা সচিনপ্রেমীদের জন্য এক বিরাট দিন। কারণ সেদিন যে ক্রিকেটের ঈশ্বরের জন্মদিন। রাত পোহালেই মাস্টার ব্লাস্টারের জন্মদিন। জীবনের হাফসেঞ্চুরি করছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দেশজুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সচিনের ভক্তরা তাঁর জন্মদিনের সেলিব্রেশনে মেতে উঠেছে। ১৬তম আইপিএলে (IPL 2023) শনি-রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও চলল মাস্টার ব্লাস্টারের জন্মদিন সেলিব্রেশনের পালা। পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে শনি-রাতে মুম্বইয়ের (MI) ম্যাচের ইনিংসের মাঝপথে কেক কেটে অ্যাডভান্স বার্থ ডে সেলিব্রেট করেছেন সচিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
A special birthday celebration ?
When the entire Wankhede Stadium collectively wished Happy Birthday to the legendary @sachin_rt ??#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/wSIymEe8wu
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
২০০৮ সাল থেকে ২০১৩ সাল অবধি ছয় বছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলেছেন সচিন তেন্ডুলকর। বর্তমানে না খেললেও তিনি এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজিই শনি-রাতে সচিন তেন্ডুলকরের জন্মদিন সেলিব্রেট করার আয়োজন করেছিল। ১০ বছর আগে সচিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনি ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামতেন। তাই মুম্বই ইন্ডিয়ান্সেরর তরফে প্রথম ইনিংসের দশম ওভার শেষে মাঠে উপস্থিত সকলকে সচিন, সচিন রব তোলার জন্যও আহ্বান করা হয়েছিল।
THIS. IS. EVERYTHING. ??#OneFamily #MIvPBKS #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPLpic.twitter.com/pybVBATJst
— Mumbai Indians (@mipaltan) April 22, 2023
Paltan, you all are special! ?
Can’t wait to hear all of you chant SACHIN SACHIN in the 10th over of the 1st innings. ?#OneFamily #MIvPBKS #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/HKB8kTPUIC
— Mumbai Indians (@mipaltan) April 22, 2023
একইসঙ্গে ২২ এপ্রিল ছিল সচিনের শারজায় তোলা ঝড়ের ২৫ বছর পূর্তি। আসলে ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষেও সেলিব্রেশন হয়ে গেল। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সচিন।