
বলিউড তারকা ‘পছন্দ’, তবে অভিনয়ে নামতে ভয়! সচিন-কন্য়া সারা তেন্ডুলকর সেটাও খোলসা করেছেন। হঠাৎ এ প্রসঙ্গই বা উঠছে কেন? সারা তেন্ডুলকরের সৌন্দর্যে কোনও কমতি নেই। রূপে যে কোনও সুপারস্টারকেও বলে বলে গোল দিতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার নানা ঝলক রয়েছে। একেবারে যেন ন্যাচরাল বিউটি। মা অঞ্জলী তেন্ডুলকরের মুখের আদলই যেন পেয়েছেন। সোশ্য়াল মিডিয়ায় নানা ছবি পোস্ট করেন সারা। বেড়াতে যাওয়ার ছবি, এমনই কোনও সেলফি, কিংবা পরিবারের সঙ্গে। রূপের ছটা ঝরে পড়ে। বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন এবং মডেলিংও করেছেন। কিন্তু অভিনয়ে নামতে চান না সারা তেন্ডুলকর। এর কারণও খোলসা করেছেন।
সারার বলিউডে নামার প্রসঙ্গ আরও বেশি করে উঠছে একটি সাম্প্রতিক খবরের জেরে। গত কয়েক বছর ধরেই জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সারা। শুভমনের সঙ্গে দুই সারাকে জড়িয়েও সম্পর্কের জল্পনা উঠেছে। সারা তেন্ডুলকর এবং সারা আলি খান। কিন্তু কয়েক দিন আগেই শুভমন একটি সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছিলেন, কারও সঙ্গেই সম্পর্কে ছিলেন না তিনি।
ফিল্মফেয়ারের দাবি অনুযায়ী, সারা তেন্ডুলকর এরপরই নতুন সিদ্ধান্ত নেন। বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি সিদ্ধান্তের নায়িকা হিসেবে বলিউডে পা রাখতে পারেন সারা তেন্ডুলকর, এমনটাও জল্পনা। যদিও সারা পরিষ্কার করে দিয়েছেন, আপাতত তেমন কোনও ভাবনা নেই। তার কারণ হিসেবে একটি অতি জনপ্রিয় বিনোদন ম্যাগাজিনে সারা বলেছেন, ‘আমি সেই কাজটাই করি, যেটা আমার কাছে ঠিক মনে হয়। আমি সব ক্ষেত্রে হ্যাঁ বলি না। একটু ইন্ট্রোভার্টও বলতে পারেন আমাকে। আর সত্যি বলতে, আমার সবচেয়ে বড় ভয় ক্যামেরা ফেস করা।’
সারার কথায় তাঁর লাখো ভক্তের হয়তো মন খারাপ হতেই পারে। তবে আপাতত যেটা ঠিক লাগছে না, হতেই পারে ভবিষ্যতে লাগল! তখন কিন্তু অভিনয়ে নামতেই পারেন! হতেই পারে যাঁকে নিয়ে জল্পনা অর্থাৎ সেই সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেই অভিনয়ে নেমে পড়লেন!