মুম্বই: ঘরের মাঠে শুক্রবার দুর্দান্ত জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ডাগ আউটে বসে ম্যাচ পুরোদমে উপভোগ করলেন সচিন। ম্যাচের পর টুইটারে সেঞ্চুরিয়ন সূর্যকুমার যাদবের প্রশংসা করেন। এসবের মাঝেই দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। যার জন্য থানায় যেতে হল মাস্টার ব্লাস্টারকে। আইপিএলের মাঝে এমন কী ঘটল সচিনের সঙ্গে? জানা গিয়েছে, মাস্টার ব্লাস্টারের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা হয়েছে একটি ভুয়ো বিজ্ঞাপনে (Fake Advertisement)। বিজ্ঞাপনটি একটি ওষুধের। যেখানে সচিনের কোনওরকম অনুমতি ছাড়াই তাঁকে ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনের প্রচারের জন্য। অনলাইনে বিক্রি হওয়া ওই প্রোডাক্টে সচিনের ছবি, কণ্ঠ ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিয়েছেন সচিন। ভুয়ো বিজ্ঞাপনের বিরুদ্ধে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
ক্রিকেট হোক বা সিনে জগত, কোনও প্রোডাক্টের প্রচারের মুখ হওয়া মানে তার গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়া। এ দেশে সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাঁর মতো ব্যক্তিত্ব যে বিজ্ঞাপনে মুখ দেখাবেন, সেই প্রোডাক্টে চোখ বন্ধ করে ভরসা করার লোকের অভাব হবে না। ওই ‘ভুয়ো বিজ্ঞাপনে’র পিছনের কালপ্রিটরা তা ভালোমতোই জানে। তাই মাস্টার ব্লাস্টারের ছবি, কণ্ঠ তো বটেই, তাঁর নাম পর্যন্ত ব্যবহার করা হয়েছে ওই বিজ্ঞাপনে। বিষয়টি নজরে আসতেই SRT Sports Management Pvt. Ltd. (SRTSM)-এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সচিন তেন্ডুলকর ওই বিজ্ঞাপনের সঙ্গে কোনওভাবেই জড়িত নন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন ভুয়ো বিজ্ঞাপনের প্রচার রুখতে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয় সংস্থার পক্ষ থেকে।
শনিবার সকালে সংবাদসংস্থার পক্ষ থেকে জানানো হয়, মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন সচিন তেন্ডুলকর। মুম্বই পুলিশের সাইবার সেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আইপিসির ৪২৬, ৪৬৫, ৫০০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ভুয়ো বিজ্ঞাপন ব্যবহার করে মানুষকে প্রতারণার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।